এশিয়ান গেমস: জামালরা আউট, সাবিনারা ইন
সবশেষ এশিয়ান গেমসে সেরা পারফরম্যান্স ছিল বাংলাদেশ পুরুষ ফুটবল দলের। জার্কাতায় প্রথমবার খেলেছিল দ্বিতীয় রাউন্ডে। তারপরও ছেলেদের উপর আস্থা রাখতে পারল না বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। জামাল ভূঁইয়াদের আউট করে সাবিনা খাতুনদের এশিয়ান গেমসে খেলার টিকিট দিয়েছে সংস্থাটি।
শনিবার (৬ মে) বিওএ’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় চূড়ান্ত হয় যে আসন্ন এশিয়ান গেমসে ফুটবল ইভেন্টে পাঠানো হবে বাংলাদেশ নারী ফুটবল দলকে। এশিয়ান গেমসের শেফ দ্য মিশন ও বিওএ’র কোষাধ্যক্ষ একে সরকার বলেছেন, ‘আজকের সভায় শুধু পুরুষ ফুটবল বাদ দেওয়া হয়েছে, রাখা হয়েছে নারী ফুটবল।’
বিওএ’র নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ফুটবল ছাড়াও গেমসে আরচারি, অ্যাথলেটিক্স, ক্রিকেট, ফেন্সিং, বক্সিং, হকি, গলফ, জিমন্যাস্টিক্স, কাবাডি, কারাতে, ব্রিজ, শুটিং, তায়কোয়ান্দো, ভারত্তোলন, দাবা, সাঁতার ডিসিপ্লিনে দেখা যাবে বাংলাদেশের প্রতিনিধিদের।
গত বছর চীনের হাংজুতে এশিয়ান গেমস হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রার্দুভাবে পিছিয়ে যায় আসরটি। নতুন সূচিতে চলতি বছরে পর্দা উঠবে মাল্টি ইভেন্ট গেমসের।
এশিয়ান গেমসে বক্সিংকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ প্রসঙ্গে একে সরকার জানান, ‘বক্সারের সংখ্যাটি আমরা শিগগিরই চূড়ান্ত করব। অনেক ডিসিপ্লিনই প্রস্তুতির মধ্যে রয়েছে। আমরা কিছু দিনের মধ্যে গেমসের প্রস্তুতির জন্য আনুষ্ঠানিক চিঠি প্রদান করব।’
এসজি