মৌসুমের দ্বিতীয় শিরোপার হাতছানি রিয়ালকে
বছরের শুরুটা হয়েছিল ফাইনাল হার দিয়ে। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। পরের মাসে আল হিলালকে ৫-৩ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ ট্রফি। এবার মৌসুমের দ্বিতীয় শিরোপার হাতছানি রিয়ালকে।
আজ রাতে কোপা দেল রে’র ফাইনালে ওসাসুনার মুখোমুখি হবে রিয়াল। স্পেনে নিরপেক্ষ ভেন্যুতে দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
টুর্নামেন্টের সেমিফাইনালে রিয়াল টপকে এসেছে বার্সার বাধা। চিরশত্রুদের কাছেই লা লিগা শিরোপা হারানোর দোড়গোড়ায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রেখেছে চ্যাম্পিয়ন্স লিগে। আগামী ৯ মে সান্তিয়াগো বার্নাব্যুতে সেমির প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে আতিথেয়তা দেবে তারা।
অর্থাৎ গুরুত্বপূর্ণ দুই ম্যাচের সামনে দাঁড়িয়ে লা লিগা চ্যাম্পিয়নরা। কোচ আনচেলত্তি বলেছেন, ‘পরের দিন কী ঘটছে তা না ভেবেই আমরা সেখানে যাব (ফাইনাল ম্যাচ খেলতে)। আমরা আরও একটি শিরোপা জিততে বিশ্বের সমস্ত শক্তি নিয়ে মাঠে নামব। খেলোয়াড়রাও অনুপ্রাণিত।’
এমএমএ/