ক্ষমা চেয়ে পিএসজির সিদ্ধান্তের অপেক্ষায় মেসি
প্যারিসে ২-৩ দিনে লিওনেল মেসিকে ঘিরে ঘটে গেছে অনেক কিছ্। কিন্তু প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকার।
অবশেষে নীরবতা ভেঙেছেন ৩৫ বছর বয়সি ফরোয়ার্ড। ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন মেসি। এখন পিএসজির সিদ্ধান্তের অপেক্ষায় তিনি।
পিএসজি সবশেষ ম্যাচ খেলেছে গত ৩০ এপ্রিল। ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে লরিয়েন্তের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয় স্বাগতিকরা। ওই ম্যাচের পুরো অংশেই ছিলেন মেসি। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে হারের পর তিনি বিতর্কের জন্ম দেন সৌদি আরব ভ্রমণ করে।
বাণিজ্যিক কাজে মধ্যপ্রাচ্যের দেশে যান মেসি। তাকে অনুমতি নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সেটা অগ্রাহ্য করে অনুমতি না নিয়েই সপরিবারে সৌদি যান আর্জেন্টাইন খুদেরাজ। ওই ঘটনায় ইতিমধ্যে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। পাবেন না ১৪ দিনের বেতন।
ক্লাব কর্তৃপক্ষ হার্ড লাইনে হাঁটার পর রাজপথে নেমে আসে প্যারিসের ফুটবলপ্রেমিরা। মেসি ছাড়াও নেইমারকে পিএসজি থেকে বিদায়ের দাবিতে অবস্থান নেয় পার্ক দেস প্রিন্সেসে। ভক্তদের ওমন আন্দোলনের পরই মুখ খুললেন মেসি।
ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় পিএসজি ফরোয়ার্ড বলেছেন, ‘আমি যা করেছি তার জন্য আমি দুঃখিত। ক্লাব কী সিদ্ধান্ত নেয় তা দেখার জন্য আমি অপেক্ষা করছি। সত্যি বলছি, আমি ভেবেছিলাম আগে সপ্তাহের মতো ম্যাচের পরের দিন আমরা ছুটি পাব।’
মেসি আরও বলেন, ‘আমি আগেও সৌদি আরব ভ্রমণের সূচি করে বাতিল করেছিলাম। কিন্তু এবার আমি এটি বাতিল করতে পারিনি।’
এমএমএ/