নেপলসে উৎসবের রাতে যুবককে গুলি করে হত্যা, আহত ২০০
উৎসবে মাতোয়ারা নেপলস। ধারণা করা হচ্ছে, নাপোলির শিরোপাৎসব চলবে কয়েকদিন ব্যাপী। তাই ইতালির শহরটিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কেননা, উৎসবের প্রথম দিনে নেপলসে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ২০০ জন।
বৃহস্পতিবার (৪ মে) রাতে উদিনেসের মাঠে ১-১ গোলে ড্রয়ে সিরি’আ শিরোপা জয় নিশ্চিত করেছে নাপোলি। তাদের ৩৩ বছর অপেক্ষার মুহূর্তে কানায় কানায় পূর্ণ ছিল ২৫ হাজার ১৩২ আসনবিশিষ্ট ডেসিয়া অ্যারেনা। তার চেয়েও বেশি ভিড় ছিল ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে।
যেহেতু শিরোপা জয় নিশ্চিত করতে ১ পয়েন্টই যথেষ্ট ছিল, তাই উৎসবের প্রস্তুতি নিয়ে রেখেছিল নেপোলিটানরা। নাপোলির মাঠে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে হাজির হয়েছিল ৫০ হাজারেরও বেশি ভক্ত। ম্যাচের শেষ বাঁশি বাজতেই আতশবাজি এবং অগ্নিশিখায় উৎসবে মাতে তারা।
ইতালিয়ান নিউজপেপার লা রিপাব্লিকা জানিয়েছে, উৎসবের রাতে ২৬ বছর বয়সী এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় নেপলসের এক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গুলিবিদ্ধ হয়েছেন ২৬ বছর বয়সী এক নারী এবং ২০ ও ২৪ বছর বয়সী দুইজন পুরুষ। তারা অবশ্য শঙ্কামুক্ত আছেন।
শহরের পিয়াজা ভলটার্নো এলাকায় দুর্ঘটনার স্থানে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। নেপলস প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গুলির ঘটনার সঙ্গে নাপোলির শিরোপা উৎসবের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
স্থানীয় আরেকটি নিউজপেপার লা স্ট্যাম্পা তাদের প্রতিবেদনে জানিয়েছে, উৎযাপনের সময় ছুরির ক্ষত থেকে শুরু করে আতশবাজিতে পুড়ে এবং অগ্নিশিখার ধোঁয়ায় হাঁপানিতে আক্রান্ত হয়ে রাতারাতি কমপক্ষে ২০০ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও প্রশাসন বলছে, আতশবাজিতে আহতের সংখ্যা ৭।
এসজি