ম্যারাডোনার পর প্রথমবার সিরি’আ জিতল নাপোলি
যা জীবদ্দশায় দেখতে চেয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা, সেসব আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে দেখতে হচ্ছে স্বর্গে বসে। ফুটবল কিংবদন্তির মৃত্যুর পর বিশ্বকাপ জয় করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার ম্যারাডোনার সেই সোনালি প্রজন্মের পর প্রথমবার সিরি’আর জিতল নাপোলি।
বৃহস্পতিবার (৪ মে) রাতে উদিনেসের মাঠে ১-১ গোলে ড্র করেছে নাপোলি। তাতে পাঁচ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করেছে তারা।
সিরি’আতে এটি তৃতীয় শিরোপা নাপোলির। ১৯৮৭ ও ১৯৯০ সালে প্রথমবার দুবার জিতেছিল কিংবদন্তি ম্যারাডোনার প্রজন্মে, যার নামে এখন তাদের স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে।
গৌরবময় সেই দিনগুলোর পর ক্লাবটি আর্থিক পতনে দেউলিয়া হয়ে যায় এবং খেলতে হয় সিরি’সিতে (তৃতীয় স্তরের লেগ)। সেই পতন ধীরে ধীরে কাটিয়ে উঠে নাপোলি। নব উদ্যোমে এগিয়ে চলার পথে, গত মৌসুমে তিনবার কোপা ইতালিয়া হয় করে ক্লাবটি। কিন্তু ভক্তরা ছিল লিগ শিরোপার অপেক্ষায়।
অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে। ইতালির টপ-ফ্লাইটে নাপোলির তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে ভিক্টর ওসিমেন। ২৬ লিগ ম্যাচে ২১টি গোল করেছেন নাইজেরিয়ান এই ফরোয়ার্ড। জর্জিয়া উইঙ্গার খভিচা কোয়ারাটসখেলিয়া ১২ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন ১০টিতে।
ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন নাপোলি কোচ লুসিয়ানো স্পালেত্তিও। সিরি’আর জেতা সবচেয়ে বয়স্ক কোচ এখন তিনি। গত সপ্তাহেই তার শিষ্যরা শিরোপা জয় নিশ্চিতের সুযোগ পেয়েছিল। কিন্তু সেটা হয়নি স্থানীয় প্রতিদ্বন্দ্বী সালেরনিটানার সঙ্গে ড্র করায়।
উদিনেসের সঙ্গে ড্র করায় নাপোলির পয়েন্ট ৮০। খেলেছে ৩৩ ম্যাচ। সমান ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট দ্বিতীয় স্থানে আছে লাজিও। অর্থাৎ মৌসুমের বাকি ম্যাচগুলো যাই ঘটুক না কেন, শিরোপা যাবে নাপোলির ঘরেই।
আরএ/