মেসি এখন পিএসজি ভক্তদের চোখের বিষ
বার্সেলোনা যখন লিওনেল মেসিকে কান্নার সাগরে ডুবায়, সেই মুহূর্তে আর্জেন্টাইন খুদেরাজের মুখে হাসি ফোটায় প্যারিসের ভক্তরা। দুই বছরের জন্য রাজকীয় স্টাইলে বরণ করে নেয় তাকে। কিন্তু ২৪ মাস না কাটতেই বদলে গেল প্রেক্ষাপট। যারা আপন করে নিয়েছিল খুদেরাজকে, সেই ভক্তরাই এখন আন্দোলনে মেসিকে বিতাড়িত করতে!
৩৫ বছর বয়সী ফরোয়ার্ড এখন পিএসজি ভক্তদের চোখের বিষ। ক্লাবের হেডকোয়ার্টার পার্ক দেন প্রিন্সেসের সামনে মেসিকে বিদায় করার দাবি নিয়ে হাজির হয় তারা। বিক্ষুব্ধ সমর্থকদের বক্তব্যে স্পষ্ট যে এই মুহূর্তে আর্জেন্টাইন খুদেরাজ কতটা অপ্রিয় তাদের কাছে।
এক ভক্ত বলেছেন, ‘আপনি অনুশীলন মিস করতে পারেন না, বিশেষ করে (লরিয়েন্তের বিপক্ষে) হারের পর। আমি পার্ক দেস প্রিন্সেসে তাকে আর দেখতে চাই না।’ আরেক ভক্ত বলেছেন, ‘সে বৃদ্ধ। অহেতুক একটি বড় বেতন নিচ্ছে। আমরা তার জায়গায় বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে নিতে পারি। সে জার্সি নোংরা করে না। সে ক্লাবের ইতিহাস জানে না।’
মেসিকে নিয়ে এক ভক্তের প্রতিক্রিয়া ছিল এমন, ‘আমি মনে করি গল্পটি যথেষ্ট হয়েছে। ক্লাবের সঙ্গে যথেষ্ট সমস্যা হয়েছে। আমি মনে করি এটি এখানে শেষ হওয়া সবার জন্য ভালো। এটি খারাপ একটি দৃষ্টান্ত এবং খারাপভাবে শেষ হতে চলেছে। কারণ লরিয়েন্তের বিপক্ষে পুরো দলের মতো সেও খারাপ একটি ম্যাচ খেলেছে।’
এমনকি মেসির খেলায় তুষ্ট হতে পারছেন না সমর্থকরা, ‘সে মাঠে আকর্ষণীয় কিছুই দেখাতে পারে না। দলের মান মোটেও বাড়েনি। সে শুধু জার্সি বিক্রি করে। সেজন্য আমরা এখানে আসি না। আমরা ট্রফি জিততে চাই।’
ভক্তদের সাফ কথা- মেসিকে আর প্যারিসে চান না তারা, ‘একজন খেলোয়াড়ের জন্য প্রথম জিনিস হলো তার ক্লাবকে সম্মান করা। যে খেলোয়াড় আমাদের সম্মান করে না, আমরা তাকে রাখতে পারি না।’
এসজি