ফ্রেইবুর্গের স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে লিপজিগ
কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের জার্মান কাপ শেষ হয় ফ্রেইবুর্গের ধাক্কায়। সেরা আটে সবাইকে চমকে দেওয়া ক্লাবটিকে এবার বিধ্বস্ত করল লিপজিগ। মঙ্গলবার রাতে ফ্রেইবুর্গের স্বপ্নযাত্রা থামিয়ে জার্মান কাপের ফাইনাল নিশ্চিত করেছে মার্কো রোজের শিষ্যরা।
ফ্রেইবুর্গের মাঠ পার্ক স্তাদিওনে গোলোৎসব করেছে লিপজিগ। সেমিফাইনাল জিতেছে ৫-১ ব্যবধানে। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্টুটগার্ট অথবা এনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। আজ রাতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২ টা ৪৫ মিনিটে।
প্রথম সেমিতে একচেটিয়া আধিপত্য ছিল লিপজিগের। প্রথমার্ধেই জয় প্রায় নিশ্চিত করে ফেলে রোজের শিষ্যরা। বিরতিতে যায় ৪-০ গোলের লিড নিয়ে। প্রথমার্ধে দুই মিনিটের ব্যবধানে জোড়া সাফল্য পায় অতিথিরা। ত্রয়োদশ মিনিটে স্ট্রাইক করেন দানি ওলমো। খানিকবাদে স্কোরশিটে নাম তুলেন বেঞ্জামিন হেনরিকস। ৩৭ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ডমিনিক সোবোসলাই। প্রথমার্ধে যোগ করা সময়ে চতুর্থ গোলের দেখা পান এনকুনকু। দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হয় লিপজিগ। ৫৮ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন জস্কো গার্ডিওল। এতে আক্রমণে ধার কমলেও বিপদ বাড়েনি অতিথিদের।
৭৫ মিনিটে মাইকেলের গোলের পর অবিশ্বাস্য কিছু করে দেখার স্বপ্ন দেখছিল ফ্রেইবুর্গ। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। উল্টো ইনজুরি টাইমে পেনাল্টি থেকে লিপজিগের জয়ের ব্যবধান আরও বাড়ান ডমিনিক।
আরএ/