অবশেষে জয়ের মুখ দেখল আর্সেনাল
লিভারপুল, ওয়েস্টহাম ইউনাইটেড এবং সাউদাম্পটনের সঙ্গে ড্র। এরপর ম্যানচেস্টার সিটির কাছে হার। টানা চার ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের মুখ দেখল আর্সেনাল। ছন্দে ফিরতেই প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষস্থান দখলে নিয়েছে গানাররা।
মঙ্গলবার রাতে চেলসিকে পেয়ে জ্বলে ওঠে আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে জয় তুলে নেয় ১-০ ব্যবধানে। ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্টে শীর্ষে ফিরেছে মিকেল আর্তেতার শিষ্যরা। ২ ম্যাচ কম খেলা ম্যানসিটি ৭৬ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে। অর্থাৎ শীর্ষে ফিরলেও লিগ শিরোপার লাগাম এখনো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হাতে।
ব্লুজদের বিপক্ষে আর্সেনালের জয়ে নায়ক মার্টিন ওডেগার্ড। তার জোড়া এবং গ্যাব্রিয়েল জেসুসের এক গোলে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয় স্বাগতিকরা। ম্যাচের অষ্টদশ মিনিটে দলকে প্রথম লিড উপহার দেন ওডেগার্ড। ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আর্সেনাল অধিনায়ক।
৩৪ মিনিটে গানারদের গোলোৎসবে মাতান জেসুস। দ্বিতীয়ার্ধে একটি গোল হজম করে আর্তেতার শিষ্যরা। ৬৫ মিনিটে জাল খুঁজে নেন চেলসির মাদুকে। এটা কেবল কমিয়েছে চেলসির হারের ব্যবধান। ৩৩ ম্যাচে ৩৯ পয়েন্টে টেবিলে ১২তম স্থানে আছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।
আরএ/