ফিফার অর্থায়নে কমলাপুর-মতিঝিলে নতুন টার্ফ বসাবে বাফুফে

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম ও মতিঝিলের বাফুফে ভবন সংলগ্ন মাঠে দুটি নতুন টার্ফ বসতে যাচ্ছে বাফুফে। এ জন্য ফিফা থেকে ৩ মিলিয়ন ডলার দেওয়া হবে। এ ছাড়া কক্সবাজারে ট্রেনিং সেন্টারের জন্য ফিফা আগে থেকেই ৩ দশমিক ৬২ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে। প্রকল্প দুইটির কাজ শুরু হয়নি এখনও।
মঙ্গলবার (২ মে) বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান সভাপতি কাজী সালাউদ্দিন।
কক্সবাজারে ট্রেনিং সেন্টার নির্মানের জন্য ফিফা আগে থেকেই অনুমোদন দিয়ে রেখেছে। কিন্তু বাফুফে কাজ শুরু করতে পারেনি। এই না করার কারণ ছিল কিছু আনুষ্ঠানিকতা। এ বিষয়ে কাজী সালাহউদ্দিন বলেন, ‘আমাদের ফিফা ফরোয়ার্ড প্রোগ্রাম আছে। সে প্রোগ্রামে আগে আমাদের কক্সবাজারে ট্রেনিং সেন্টার তৈরির জন্য একটা ফান্ড ছিল। এর সঙ্গে আরেকটি নতুন একটা ফান্ড যোগ হয়েছে।'
তিনি বলেন, ‘আগেরটা আমরা ব্যবহার করতে পারিনি। কারণ, এখানে একটা প্রক্রিয়া আছে। ওই প্রজেক্টের শর্তই হলো জমি আমাদের নিজেদের হতে হবে। আমরা অনেক দিন জমির পেছনে দৌড়াচ্ছি। আমরা কক্সবাজারে জমি পেয়েছি। এখন ওই জমির ওপর ডিজাইন করতে হবে। ওই ডিজাইন ফিফাকে পাঠাবো। ফিফা অনুমোদন দিলে আমাদের কাজ আরম্ভ হবে। সে জন্য আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে ওপেন টেন্ডারে যাওয়ার।'
কমলাপুর ও মতিঝিলে টার্ফ বসানোর নতুন ফান্ড প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেন, 'ফিফা আমাদের পরামর্শ দিয়েছে, ২টি নতুন টার্ফ বসানোর জন্য। কমলাপুর ও বাফুফে ভবনের পাশে টার্ফ দুইটার বয়স প্রায় ৯-১০ বছর হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে, এটা এতো বেশি ব্যবহার হয়েছে যে টার্ফের অবস্থাও ভালো না। এখানে আমাদের দুইটা নতুন টার্ফ বসানোর সম্ভাবনা আছে। এই জন্য আমাদের কমপক্ষে ১০ বছরের লিজ থাকতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আমাদের যে লিজের চুক্তি আছে সেটা মেয়াদ আছে আরও ৯ বছর। এখন এর সঙ্গে আমরা আরও দুই বছর যোগ করতে পারলেই আমরা ফিফার কাছে আবেদন করতে পারবো। তখন আমরা দুইটা টার্ফই পরিবর্তন করতে পারবো।'
এমপি/এএস
