গুঞ্জনই থেকে গেল পদত্যাগ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির অন্য সব সভার চেয়ে মঙ্গলবারের (২ মে) সভার গুরুত্ব ছিল খুব বেশি। অনেকেই তাকিয়ে ছিলেন আজকের সভার দিকে। ফিফা কর্তৃক বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে আর্থিক কেলেঙ্কারির কারণে ২ বছরের জন্য নিষিদ্ধ করায় বাফুফের বেশ কয়েকজন কার্যকরী সদস্যের পদত্যাগ করার গুঞ্জনের কারণে সভাটি এরকম গুরুত্বপূর্ণ হয়ে উঠে। কারণ এই ঘটনার পরপরই আরিফ হোসেন মুন বাফুফের নির্বাহী পরিষদ থেকে পদত্যাগ করেন। এদিকে আবার জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরাম থেকে তাদের সদস্যদের পদত্যাগের হুমকি দেওয়া। কিন্তু তার কোনো কিছুই ঘটেনি সভায়।
সভায় জেলা ও বিভাগ থেকে নির্বাচিত সদস্যদের উপস্থিতিও ছিল কম। সভায় উপস্থিত বেশ কয়েকজনের সঙ্গে কথা হয় ঢাকাপ্রকাশ-এর। তারা সবাই জানান, তাদের কাছে এরকম কোনো বার্তা আসেনি। আর পদত্যাগ করার কোনো ইচ্ছেও তাদের নেই।
সিলেটের মাহী উদ্দিন সেলিম বলেন, আমাকে কেউ এরকম কথা বলেনি। আর আমি পদত্যাগ করব কেন।’ খুলনার অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, ‘পদত্যাগ করার বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে কেউ এরকম কথা বলেওনি। আমি কেন পদত্যাগ করব।’
কয়েকদিন আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরাম সভা করে জানিয়েছিল বাফুফের কার্যনির্বাহী কমিটিতে থাকা তাদের সদস্যদের পদত্যাগ করতে বলবেন। যদি তারা পদত্যাগ না করে তাহলে ভবিষ্যতে নির্বাচনের ব্যাপারে ফোরাম থেকে তাদেরকে কোনোরকম সহায়তা করা হবে না।
এমপি/এসজি