নিজ থেকেই চলে যাচ্ছেন পল স্মলি
বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলি মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই নিজ থেকে সরে যাচ্ছেন। তার মেয়াদ ছিল ২০২৪ সাল পর্যন্ত। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন সভা শেষে তার সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
কাজ করার পরিবেশ না থাকাতে পল স্মলি সরে যাচ্ছেন বলে জানান কাজী সালাহউদ্দিন। পল তার এ সরে যাওয়ার বিষয়টি একদিন বাফুফের সভাপতির বাসায় গিয়ে বলে আসেন। কাজী সালাহউদ্দিন বলেন, ‘পল একদিন আমার বাসায় গিয়ে জানায় যে সে আর এখানে কাজ করবে না। বাংলাদেশে কাজের পরিবেশ তার ভালো লাগছে না। এখানে ফুটবল নিয়ে কথা হয় কম।’
পল স্মলি এখনও পদত্যাগ পত্র জমা দেননি। খুব সহসাই দিবেন বলে জানান কাজী সালাহউদ্দিন।
এভাব পল স্মলি চলে যাওয়াতে বাংলাদেশের ফুটবলের জন্য, বিশেষ করে মেয়েদের ফুটবলের জন্য বেশি ক্ষতি হবে বলে জানান সালাহউদ্দিন। তিনি বলেন, মেয়েদের ফুটবলে সাফ চ্যাম্পিয়ন হয়েছে। অনূর্ধ্ব-১৭ দলকে চ্যাম্পিয়ন করেছে। এটা পাইপ লাইন তৈরে করতে পেরেছিল। ছেলেদের ফুটবলেও অনেক কাজ করেছে।’
পলের যাওয়া নিয়ে কাজী সালাহউদ্দিন বলেন, সে প্রায় সময় আমাকে ফোন করত। অনেক কিছু চাইত। আমি বলতাম পরে হবে। আবার অনেক সময় ব্যস্ততার কারণে আমার সঙ্গে নিয়মিত যোগাযোগও করতে পারত না। মানিককে (আতাউর রহমান মানিক, সহ-সভাপতি বাফুফে) সব সময় ব্যস্ত রাখত।’ তিনি বলেন, পল জাতীয় দলের সঙ্গে কাজ করলেও টিম মিটিংয়ে তাকে রাখা হতো না। একজন মানুষকে নুন্যতম সম্মানতো দিতে হবে।’
পল স্মলি বাংলাদেশ এবার আসেন ২০২০ সালের আগস্টে। এর আগেও তিনি বাংলাদেশে এসে ২০১৯ সালে চলে গিয়েছিলেন। পরে ব্রুনাইতে কিছুদিন কাজ করেছিলেন।
এমপি/এএস