রহস্যে ঘেরা মেসির ‘সৌদি প্রেম’
দুই বছরে দুইবার সৌদি আরবে লিওনেল মেসির অবকাশযাপন। গত বছর মধ্যপ্রাচের দেশটিতে গিয়েছিলেন বন্ধুদের নিয়ে। এখন সেখানে আছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন সন্তানকে সঙ্গে নিয়ে। ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের মাঝে রহস্যে ঘেরা মেসির ‘সৌদি প্রেম’।
প্যারিসে চুক্তির শেষ বছরে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন। চলতি মৌসুমের শেষ পর্যন্ত পিএসজির খেলোয়াড় মেসি। জুনে বনে যাবেন ফ্রি এজেন্ট যদি ডেডলাইনের মধ্যে চুক্তি নবায়ন না হয়। এ নিয়ে গুঞ্জনের অন্ত নেই, যার ডালপালা বাড়ছে হচ্ছে হু হু করে। শোনা যাচ্ছে অনেক কিছু।
বলা হচ্ছে, প্রাণভোমরাকে ফেরাতে আদা-জল খেয়ে নেমেছে বার্সেলোনা। সেই গুঞ্জনে মেসি বাড়তি হাওয়া দেন সপরিবারে কাতালুনিয়া ভ্রমণ করে। এর রেশ না কাটতেই স্ত্রী-সন্তানদের নিয়ে সৌদিতে ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। জানিয়েছেন সেখানকার প্রাকৃতিক বৈচিত্র্যে মুগ্ধ হওয়ার কথা।
গত বছর জেদ্দায় ছিলেন মেসি। গতকাল (সোমবার) পরিবার নিয়ে উঠেছেন রিয়াদে। সৌদিতে তাদের সময় কাটছে সাংস্কৃতিক ও ঐতিহাসিক নির্দশন এবং শহরের আধুনিক বিনোদন জেলায়। সেখানে ছুটির প্রথম দিনে শহর থেকে খানিক দূরে একটি খামারেও ঘুরতে যান তারা।
খামারে মেসি ও তার পরিবার সারি সারি খেজুর গাছ দেখেছেন, যা সৌদি আরবের উন্নতির প্রতীক। দেশটিতে বার্ষিক ১.৫ মিলিয়ন টনেরও বেশি খেজুর উৎপাদন হয়। সবুজের নয়নাভিরাম দৃশ্য অবলোকনের পর আরাবিয়ান হরিণের সঙ্গে খেলা এবং তাদের খাইয়ে কিছু সময় পার করেন মেসির পরিবার।
উপভোগ্য মুহূর্তগুলোর স্থির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে মেসি লিখেন, ‘কে ভেবেছিল সৌদিতে এত সুবজ আছে? আমি যখনই পারি বিস্ময়কর কিছু অন্বেষণ করতে ভালোবাসি।’
সৌদির প্রতি মেসির এমন ভালোবাসা কি কেবলই প্রাকৃতিক সৌন্দর্যের কারণে? ভুলে গেলে চলবে না, সৌদি ক্লাব আল হিলাল আর্জেন্টাইন জাদুকরকে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে রেখেছে!
এসজি