মঙ্গলবার বাফুফের সভায় পদত্যাগের গুঞ্জন!
সিঙ্গাপুরে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের প্রথম রাউন্ডে বাংলাদেশ দল ‘ডি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে। কিন্তু অন্য সময় হলে বাফুফেতে এরকম সাফল্যে অন্যরকম আনন্দ উল্লাস দেখা যেত সর্বত্র। কিন্তু এবার সেখানে ঘাটতি আছে। কারণ এমন সাফল্যেও যেন আড়াল করতে পারেনি বাফুফের সাম্প্রতিক ঘটনা।
আর্থিক কেলেঙ্কারির দায়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহগকে ফিফা ২ বছরের জন্য নিষিদ্ধ করার ঘটনা এখনো ক্রীড়াঙ্গনে সবার মুখে মুখে। বলা যায় বাফুফের কার্যনির্বাহী কমিটি এই ঘটনায় আছে তোপের মুখে। আর সমালোচনাতো হচ্ছে অহরহ। সাবেক ফুটবলারদের বেশ কয়েকজন বাফুফের বর্তমান কমিটির পদত্যাগও দাবি করেছেন। ইতোমধ্যে কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফ হোসেন মুন পদত্যাগও করেছেন। আবার জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের সংগঠনের পক্ষ থেকে বাফুফের নির্বাহী পরিষদে থাকা তাদের সদস্যদের পদত্যাগেরও হুমকি দিয়ে রেখেছেন। এরকম একটি অগ্নিগর্ভ অবস্থায় মঙ্গলবার বাফুফের নির্বাহী কমিটি বসছে তাদের নিয়মিত সভায়। এই সভার দিকে নজর এখন সবার। কী সিদ্ধান্ত আসতে পারে এই সভা থেকে- এরকম ভাবনা এখন সর্বত্র।
ক্রীড়াঙ্গনে জোর গুঞ্জন বাফুফের এই সভায় পদত্যাগের ঘোষণাও আসতে পারে। তবে পুরো কমিটির নয়, কেউ কেউ। যদি এই সংখ্যা একাধিক হয়, তাহলে বিপাকে পড়ে যাবে কাজী সালাউদ্দিনের এই কমিটি।
গুঞ্জন এতটাই ডাল-পালা বিস্তার করেছে যে আলোচ্যসূচিতে না থাকার পরও পদত্যাগের বিষয়টিই সবার মুখে মুখে। যে কারণে আড়ালে পড়ে গেছে আলোচ্যসূচিতে থাকা প্রথমবারের মতো নারী ফ্রাঞ্চাইজি লিগ শুরুর তারিখ নির্ধারণ, ফিফার অর্থায়নে কক্সবাজারে ট্রেনিং সেন্টার নির্মাণের বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও।
ট্রেনিং সেন্টারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি নির্মাণ করতে হলে ফিফার বেশ কিছু চাহিদা পূরণ করতে হবে বাফুফেকে। এসব চাহিদা পূরণ করতে না পারলে প্রকল্প বাতিল হয়ে যাবে। কারণ এখন পর্যন্ত ফিফার বেশকিছু চাহিদা বাফুফে পূরণ করতে পারেনি।
এমপি/এসজি