অভিধানে ‘পেলে’ বিশেষণ, অর্থ ‘অসাধারণ, অতুলনীয়, অনন্য’
ডিকশনারির বাংলা অর্থ অভিধান শব্দ ভান্ডারে ঘাটতি পড়তেই বিশেষ এই বইয়ে উঁকি দেয় সবাই। চাহিদার প্রেক্ষিতে খুঁজতে থাকে শব্দের সঠিক সমার্থক।
ব্রাজিলেও এর ব্যতিক্রম নয়। দেশটিতে বেশ জনপ্রিয় মাইকেলিস অভিধান। যেখানে বিশেষ মর্যাদা পেলেন প্রয়াত কিংবদন্তি ফুটবলার পেলে।
পর্তুগিজ ভাষায় লেখা অভিধানটির অনলাইন সংস্করণে একটি নতুন বিশেষণ ‘পেলে’ যোগ করা হয়েছে। যার সমার্থক শব্দ ‘অসাধারণ, অতুলনীয়, অনন্য’।
গত বছরের ডিসেম্বরে মারা যান ফুটবলের রাজা। ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করা পেলে রেখে গেছেন বর্ণাঢ্য এক ক্যারিয়ার। তিনবার বিশ্বকাপ জয়ী এক মাত্র ফুটবলার তিনি। দুই দশকের ক্যারিয়ারে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস, জাতীয় এবং নিউইয়র্ক কসমসের হয়ে রেকর্ড ১ হাজার ২৮১ বার জালের দেখা পান।
কোলন ক্যান্সারে কিংবদন্তি ফুটবলারের মৃত্যুর পর থেকে তার প্রাক্তন ক্লাব সান্তোস, স্পোর্টস চ্যানেল স্পোর্ট টিভি এবং পেলে ফাউন্ডেশন অভিধানে পেলের নাম অন্তুর্ভুক্ত করার জন্য চাপ দিয়ে আসছিল। পেলে ফাউন্ডেশন একটি প্রচারাভিযানও চালায়। যেখানে ১ লাখ ২৫ হাজারের বেশি স্বাক্ষর পড়ে।
সবার চাওয়ার প্রেক্ষিতে মাইকেলিস অভিধানের ডিজিটাল সংস্করণে পেলের নাম অন্তুর্ভুক্ত করা হয়েছে। প্রকাশরা ঘোষণা করেছেন যে পরবর্তী মুদ্রিত সংস্করণেও এটা থাকবে।
এন্ট্রিতে লেখা আছে: ‘পেলে বিশেষণ; যে বা এমন কেউ যিনি সাধারণের বাইরে, যিনি তা গুণমান, মানবা শ্রেষ্ঠত্বের কারণে কোনোকিছু বা কারও সঙ্গে সমান হতে পারবেন না, ঠিক যেমন পেলের ডাকনাম এডসন আরন্তেস ডোনাসিমেন্তো (১৯৪০-২০২২), যাকে সর্ব কালের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে বিবেচনা করা হয়; অসাধারণ, অতুলনীয়, অনন্য।’
এমএমএ/