ল্যাম্পার্ডের চেলসির পঞ্চম হার

গ্রাহাম পটার নিশ্চয়ই দূর থেকে হাসছেন। হাসারই কথা! চেলসির ডাগআউটে তার স্থলাভিষিক্ত হওয়া ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে যে হারের বৃত্তে আটকা ব্লুজরা। বুধবার (২৬ এপ্রিল) রাতে ব্রেন্টফোর্ডের কাছে ধরাশায়ী হয়েছে তারা। ল্যাম্পার্ডের চেলসির এটা টানা পঞ্চম হার।
স্টামফোর্ড ব্রিজে বল দখল আর আক্রমণে একচেটিয়া আধিপত্য ছিল চেলসির। এরপরও স্বাগতিকদের হারতে হয় ভুলে ভরা ফুটবল খেলার কারণে। ধরা যাক, প্রথম গোলের কথা। ৩৭ মিনিটে অতিথি ফুটবলার ম্যাথিয়াস জর্জেনেসের ফ্লিক চেলসির জালে জড়ায় স্বাগতিক ডিফেন্ডার সিজার আজপিলিকুয়েতার কাঁধে লেগে।
দ্বিতীয়ার্ধে চেলসিকে ম্যাচ থেকে ছিটকে দেন এমবেউমো। ৭৮ মিনিটে তার স্ট্রাইকে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ড। এই হারে প্রিমিয়ার লিগ টেবিলে সেরা দশের বাইরে ছিটকে গেছে চেলসি। ৩২ ম্যাচে ৩৯ পয়েন্টে ১১ নাম্বারে রয়েছে তারা। ব্লুজদের ডাগআউটে ফেরার পর পাঁচ ম্যাচের প্রত্যেকটিতে হার দেখেছেন ল্যাম্পার্ড।
এসজি
