জুভেন্টাসকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান
লিগে জুভেন্টাসের পেছনে ইন্টার মিলান। কোনোভাবেই ছুঁতে পারছে না তুরিনের বুড়িদের। তবে সুযোগ পেয়ে ঘরোয়া টুর্নামেন্টে জুভেন্টাসকে ছোবল দিল মিলানের ক্লাবটি। সেমিফাইনালে প্রতিপক্ষকে পেছনে ফেলে নিশ্চিত করেছে ইতালিয়ান কাপের ফাইনাল।
বুধবার রাতে ফিরতি লেগ ১-০ গোলে জিতে শিরোপা লড়াই নিশ্চিত করেছে ইন্টার। এর আগে সেমিতে দুই দলের প্রথম লেগ ড্র হয়েছিল ১-১ গোলে। সবমিলে ২-১ অগ্রগামিতায় ফাইনালে ওঠেছে মিলানের ক্লাবটি, যারা চ্যাম্পিয়ন্স লিগেও সেমি খেলার যোগ্যতা অর্জন করেছে।
প্রথম লেগে জুভেন্টাসের সমর্থকদের দ্বারা বর্ণবাদের শিকার হন রোমেলু লুকাকু। তাই ৯৫ মিনিটে পেনাল্টি থেকে গোল পাওয়ার পর উদযাপনে প্রতিক্রিয়া দেখান বেলজিয়ান স্ট্রাইকার। তাতে লাল কার্ড দেখেন তিনি।
যেহেতু তার লড়াই ছিল বর্ণবাদের বিরুদ্ধে, তাই ইতালিয়ান ফুটবল ফেডারেশন লুকাকুর ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এতে ফিরতি লেগে খেলতে কোনো বাধা ছিল না তার। কিন্তু তাকে বেঞ্চে রেখেই একাদশ সাজান ইন্টার কোচ। পরে ৬৮ মিনিটে বদলি হিসেবে নামানো হয় লুকাকুকে।
বেলজিয়ান স্ট্রাইকার মাঠের নামার আগেই এগিয়ে যায় ইন্টার। ১৫ মিনিটে নিকোলো বারেল্লার অ্যাসিস্টে দলকে জয়সূচক গোলটি উপহার দেন ফেডেরিকো ডিমার্কো। আগামী ২৪ মে ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ হবে ফিওরেন্তিনা অথবা ক্রেমোনেস। আজ রাতে সেমির ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। প্রথম লেগ ২-০ গোলে জিতে এগিয়ে আছে ফিওরেন্তিনা।
এসএন