ক্ষমা চাইলেন রিয়াল কোচ আনচেলত্তি
লা লিগা টেবিলে সেরা দশের বাইরে অবস্থান ছিল জিরোনার। এই দলটিই রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে উঠে এসেছে ৯ নম্বরে। প্রতিপক্ষের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লজ্জার হারে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
অ্যাওয়ে ম্যাচে ৭১ শতাংশ সময় বল দখলে রাখে রিয়াল। এমনকি আক্রমণের দিক থেকেও এগিয়ে ছিল অতিথিরা। তাদের আধিপত্যের দিনে বিধ্বংসী হয়ে উঠেন ভ্যালেন্টিন কাস্তেলানোস। আর্জেন্টাইন ফরোয়ার্ডের চার গোলে জিরোনা ৪-২ ব্যবধানে অবিশ্বাস্য এক জয় পায়।
রিয়ালের এমন হারের পর ক্ষমা চেয়ে আনচেলত্তি বলেছেন, ‘এই ম্যাচ রিয়াল মাদ্রিদকে ফুটিয়ে তুলতে পারছে না। আমি বুঝতে পারছি, আপনারা কষ্ট পেয়েছেন। আপনারা ক্ষুব্ধ। আমরা ক্ষমাপ্রার্থী। আমাদেরও কষ্ট হচ্ছে।’
একইসঙ্গে দ্রুতই ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন রিয়াল কোচ। ম্যাচ শেষে আনচেলত্তির ভাষ্য ছিল এমন, ‘সমর্থকরা জানেন যে, কোপা দেল রে ফাইনাল ও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আমরা ঘুরে দাঁড়াব। আমাদের দ্রুত জেগে উঠতে হবে, কারণ এখনো অনেক কিছু পাওয়ার আছে। আমরা দ্রুতই জেগে উঠব।’
এসজি