ভ্যালেন্টিনে সর্বনাশ রিয়াল মাদ্রিদের
গত গ্রীষ্মে ভ্যালেন্টিন কাস্তেলানোসকে বিক্রি করতে চেয়েছিল নিউইয়র্ক সিটি। কিন্তু প্রত্যাশিত ১৫ মিলিয়ন ডলারের বিড না পেয়ে তাকে বিক্রি করেনি এমএলএসের ক্লাবটি। সেখান থেকে ধারে জিরোনায় খেলছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, যার আগুনে পারফরম্যান্সে সর্বনাশ রিয়াল মাদ্রিদের।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে লা লিগা ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে জিরোনা। নিজেদের আঙিনায় দলের হয়ে চারটি গোলই করেন ভ্যালেন্টিন। দুই অর্ধে দুবার করে জালের দেখা পান তিনি।
২০২১ এমএলএস মৌসুমে ৩২ ম্যাচে ১৯ গোল করে গোল্ডেন বুট জিতেন ভ্যালেন্টিন। সেখানে গোলের হাফসেঞ্চুরি করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার এই আর্জেন্টাইন। এখনো মেসিদের সঙ্গে জাতীয় দলে খেলার সৌভাগ্য হয়নি তার। তবে রিয়ালের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্সে সেই দাবিটা জানিয়ে রাখলেন তিনি।
রিয়াল ম্যাচে ২৪ মিনিটের মাথায় জোড়া গোলের দেখা পান ভ্যালেন্টিন। দ্বাদশ মিনিট স্বাগতিকদের প্রথম লিগ উপহার দেন তিনি। এর ১২ মিনিট বাদে দ্বিগুণ করেন ব্যবধান। প্রথমার্ধেই অবশ্য একটি গোল শোধ দেয় রিয়াল। গোল করেন ভিনিসিউস জুনিয়র।
দ্বিতীয়ার্ধে অতিথিদের ম্যাচ থেকে ছিটকে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৪৬ ও ৬২ মিনিটে দুই গোলে স্কোরলাইন করেন ৪-১। শেষ দিকে ভাসকেসের স্ট্রাইকে কমে কেবল রিয়ালের পরাজয়ের ব্যবধান। এই হারে শিরোপা ধরে রাখার লড়াই আরও কঠিন হয়ে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য।
৩১ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ১১ পয়েন্ট বেশি নিয়ে আগলে রেখেছে শীর্ষস্থান।
এসজি