ম্যানসিটি ম্যাচ শিরোপা নির্ধারণী নয়: আর্তেতা
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা রেসে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মধ্যে। ইংল্যান্ডের টপ-ফ্লাইটে শীর্ষ দুই দল মুখোমুখি হবে আগামীকাল (২৬ এপ্রিল) রাতে। বলা হচ্ছে, জয়ী দলের হাতে উঠবে শিরোপা। কিন্তু আর্সেনাল কোচ মিকেল আর্তেতার মতে, ম্যানসিটি ম্যাচ শিরোপা নির্ধারণী নয়।
এখনো টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে আর্সেনাল। তবে শিরোপার লাগাম দুইয়ে থাকা ম্যানসিটির হাতে। কেননা, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের থেকে ৫ পয়েন্ট এগিয়ে থাকলেও ২ ম্যাচ বেশি খেলেছে গানাররা। এখন যদি ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটির কাছে হেরে যায় তারা, তাহলে বাস্তবিক অর্থে বিপদ বাড়বে আর্সেনালের।
আগামীকাল রাত ১টায় (বাংলাদেশ সময়) মুখোমুখি হবে দুই দল। তার আগে, মঙ্গলবার (২৫ এপ্রিল) সংবাদ সম্মেলনে আর্তেতা বলেছেন, ‘আমরা জানতাম আমাদের ইতিহাদে যেতে হবে, এটা কঠিন হবে। কিন্তু এটা কি মৌসুম নির্ধারণ করবে? না।’
আর্সেনাল তাদের বিপদ বাড়িয়েছে টানা তিন হোঁচটে। লিগের সবশেষ তিন ম্যাচ ড্র করেছে লিগ টপাররা। লিভারপুল ও ওয়েস্টহামের মাঠে পয়েন্ট হারায় ২-২ গোলের ড্রয়ে। সবশেষ নিজেদের আঙিনায় সাউদাম্পটনের সঙ্গে আর্সেনালের লড়াই অমীমাংসিত থেকে যায় ৩-৩ গোলে।
আর্তেতা বলেছেন, ‘বিশ্বাস আছে, সাউদাম্পটন ম্যাচের পর খেলোয়াড়রা কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল তা আমি দেখেছি। ছেলেরা একে অপরকে সমর্থন করেছে। তারা সত্যিই এটা (প্রিমিয়ার লিগ শিরোপা) চায়। এটা পেতে হলে তাদের নিখুঁত হতে হবে। মৌসুমের এই পর্যায়ে এটাই একমাত্র চাওয়া।’
এসজি