আরেকটি শিরোপা হাতছাড়া রোনালদোর আল নাসরের
আল নাসরে ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার বুঝি সৌদি ফুটবলে রাজত্ব করবে ক্লাবটি। পর্তুগিজ যুবরাজের ঘিরে এমন প্রত্যাশাই ছিল ভক্ত এবং নাসর কর্তৃপক্ষের। কিন্তু সে আশায় গুড়েবালি। রাজত্ব তো দূরের কথা, উল্টো আরেকটি শিরোপা হাতছাড়া করল রোনালদোর নাসর।
সোমবার রাতে সৌদি কিং কাপের সেমিফাইনালে ১০ জনের আল ওয়েহদার বিপক্ষে ১-০ গোলে হেরেছে নাসর। এর আগে সৌদি সুপার কাপেও সেরা চার থেকে ছিটকে যায় ক্লাবটি। জানুয়ারির শেষ সপ্তাহে আল ইত্তিহাদের কাছে সেমিতে হেরেছিল ৩-১ ব্যবধানে।
কিং কাপের সেমিতে রোনালদোদের জাল কেঁপে ওঠে ২৩ মিনিটের মাথায়। ওয়েহদাকে এগিয়ে নেন জিন-ডেভিড বিয়াগুয়েল। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই আবদুল্লাহ আল-হাফিথ দ্বিতীয় হলুদ ও লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ওয়েহদা।
শেষ ৪০ মিনিটে বাড়তি সুবিধা পেয়েও গোল শোধ দিতে পারেননি রোনালদো এবং নাসরের অন্য কেউ। পুরো ম্যাচ জুড়ে মাত্র একটি শটই নিতে পারেন পর্তুগিজ যুবরাজ। সেটাও অনায়াসে রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক মুনির মোহামেদি। এরপর আর তেমন কোনো সুযোগ পাননি ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড।
অথচ গত ৯ ফেব্রুয়ারি লিগ ম্যাচে ওয়েহদাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল নাসর। প্রতিটি গোল করেছিলেন রোনালদো। কিন্তু নকআউট ম্যাচে ভক্তদের হতাশা ছাড়া আর কিছুই উপহার দিতে পারেননি সিআর-সেভেন।
এমএমএ/