সপরিবারে মেসির বার্সেলোনা ভ্রমণ কী ইঙ্গিত দিচ্ছে?
গত শুক্রবার সবশেষ ম্যাচ খেলেছে পিএসজি। পরের ম্যাচ আগামী রবিবার। মাঝে লম্বা সময় থাকায় শিষ্যদের ছুটি দিয়েছেন কোচ ক্রিস্টোফ গালতিয়ের।
ছুটি পাওয়া মাত্র সপরিবারে বার্সেলোনা ঘুরতে গেছেন লিওনেল মেসি। তাতেই তোলপাড়! জোর গুঞ্জন উঠেছে-বার্সায় মেসির ফেরা নিয়ে। আর্জেন্টাইন খুদেরাজের হঠাৎ কাতালুনিয়া ভ্রমণ আসলে কী ইঙ্গিত দিচ্ছে?
সময় যত বাড়ছে ততই গুঞ্জন বাড়ছে মেসির ভবিষ্যত নিয়ে। কেননা, এখনো পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করেননি ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। তাতে গুঞ্জনের ডালপালা ক্রমশ বিস্তৃত হচ্ছে। এরই মধ্যে স্ত্রী রোকুজ্জো ও তিন সন্তনসহ মেসির বার্সেলোনা যাওয়ার ঘটনায় ভিন্ন কিছুর গন্ধ পাচ্ছেন অনেকে।
কিছু দিন আগে মেসির ভবিষ্যত গুঞ্জনে হাওয়া দেন সাংবাদিক আদ্রিয়ান সানচেজ। নিজের ইউটিউব চ্যানেলে তিনি দাবি করেন, সন্তানদের জন্য কাতালুনিয়ায় স্কুল খুঁজছেন মেসি! এর রেশ না কাটতেই এল মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে জানানো হয়, বার্সা প্রাণভোমরার কাতালুনিয়ায় ফেরার কথা।
ক্রীড়া সাংবাদিক জেরার্ড রোমেরোর বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমটি বলেছে, আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির। তাকে ফেরাতে চাচ্ছে তার সাবেক কাতালান ক্লাব বার্সা। এই গুঞ্জনের মাঝে স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে বার্সেলোনায় ঘুরতে গেছেন মেসি। সঙ্গে ছিল অনেক লাগেজ।
যদিও স্প্যানিশ আরেকটি সংবাদমাধ্যম স্পোর্ট সবশেষ আপডেটে জানিয়েছে-গ্রীষ্মে বার্সায় সম্ভাব্য প্রত্যাবর্তনের সঙ্গে মেসির এই ভ্রমণের কোনো সম্পর্ক নেই। এখনই আলোচনার টেবিলের বসার কোনো পরিকল্পনাও নেই দুই পক্ষের।
২০২১ সালে প্রাণপ্রিয় বার্সা ছাড়েন মেসি। টিস্যুর জলে তাকে বিদায় দেয় কাতালান ক্লাবটি এবং সুযোগ বুঝে সুপারস্টারকে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করে পিএসজি। সেই চুক্তির মেয়াদ ফুরিয়ে যাবে মৌসুম শেষ হওয়া মাত্র। অথচ কাগজে-কলমে নাসের আল খেলাইফির সঙ্গে বসছেন না বিশ্বকাপজয়ী তারকা।
এমএমএ/