অ্যাটলেটিকো বাধা জয়ে পার বার্সা
লা লিগায় আধিপত্য ধরে রেখেছে বার্সেলোনা। মৌসুমের শেষ দিকে কঠিন ম্যাচ বলতে অ্যাটলেটিকো মাদ্রিদ পরীক্ষা অপেক্ষা করছিল কাতালান ক্লাবটির জন্য। সেই বাধা জয়ে পার বার্সা। রবিবার রাতে মাদ্রিদের ক্লাবটির বিপক্ষে ১-০ গোলে কষ্টার্জিত জয়ে পেয়েছে জাভি হার্নান্দেজের দল।
স্পেনের টপ-ফ্লাইটে ৩০তম রাউন্ডের খেলা শেষে যথারীতি শীর্ষে বার্সা। তাদের ঝুলিতে জমা পড়েছে ৭৬ পয়েন্ট। দুইয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সার চেয়ে ১১ পয়েন্ট কম তাদের। তিন থাকা ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকোর অর্জন ৬০ পয়েন্ট।
অর্থাৎ অলৌকিক কিছু না ঘটলে চলতি মৌসুমে লা লিগা শিরোপা যাবে বার্সার ঘরে। অ্যাটলেটিকো পরীক্ষায় কাতালান ক্লাবটিকে উদ্ধার করেছে ফেররান তোরেস। ক্যাম্প ন্যুতে ম্যাচের ৪৪ মিনিটে বার্সাকে এগিয়ে নেন তিনি। এই লিড আগলে রেখেই জয়ের আনন্দে মাতেন জাভি ও তার শিষ্যরা।
এসএন