এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার ডার্বি
মৌসুমের শেষভাগে আরও একটি হাইভোল্টেজ ম্যাচ উপভোগের সুযোগ পেল ফুটবলপ্রেমীরা। এফএ কাপ ফাইনালে হবে ম্যানচেস্টার ডার্বি। আগামী ৩ জুন ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড।
একই ভেন্যুতে রবিবার রাতে টাইব্রেকারে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনকে ৬-৭ ব্যবধানে হারিয়েছে ম্যানইউ। এর আগের রাতে ওয়েম্বলিতে শেফিল্ড ইউনাইটেডকে ৩-০ গোলে হারায় ম্যানসিটি।
দারুণ জমেছিল ম্যানইউ-ব্রাইটনের ফাইনালে ওঠার লড়াই। যদিও ম্যাচজুড়ে ৬০ শতাংশ সময় ধরে বল দখলে রেখেছিল এরিক টেন হ্যাগের শিষ্যরা, তবে আক্রমণে দুর্দান্ত ছিল দুই দল। কিন্তু নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্স ৩০ মিনিটেও জালের দেখা পায়নি কেউ। তাতে সেমি গড়ায় টাইব্রেকারে।
ব্রাইটনের সপ্তম শট নিয়ে এসে সোলি মার্চ বল বারের ওপর দিয়ে উড়িয়ে মারেন। এরপর ভিক্টর লিন্ডেলফ ভুল না করলে ফাইনাল নিশ্চিতে উল্লাসে মাতে ম্যানইউ। চলতি মৌসুমে দ্বিতীয় ঘরোয়া ফাইনালে খেলার টিকিট কাটল রেড ডেভিলসরা। এর আগে, ফেব্রæয়ারিতে লিগ কাপ জিতে ম্যানইউ।
এসএন