মাহরেজের হ্যাটট্রিকে এফএ কাপের সেমিফাইনালের বাধা টপকাল ম্যানসিটি
এফএ কাপ ম্যানসিটির জন্য যেন এক বিভীষিকা। সেমিফাইনালে এসে পড়ে চীনের প্রাচীরের সামনে। এ প্রাচীর তারা আর টপকাতে পারে না। ২০২০, ২১ ও ২২ টানা তিনবার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে পেপে গার্দিওয়ালার টিমকে। কিন্তু এবার আর পা মচকাতে হয়নি।
চীনের প্রাচীরও ভেঙে গেছে। আলজেরিয়ান তারকা রিয়াজ মাহরেজের অসাধারণ হ্যাটট্টিকে ৩-০ গোলে হারিয়ে অতিক্রম করেছে সেমিফাইনাল বাধা। এবার শিরোপা জেতার পালা। ফাইনাল মঞ্চস্থ হবে ৩ জুন ওয়েম্বলি স্টেডিয়ামে। প্রতিপক্ষ অজানা। দ্বিতীয় সেমিফাইনালে ব্রাইটন ও ম্যানইউর বিজয়ী হবে তাদের প্রতিপক্ষ। এই আসরে ম্যানসিটি সর্বশেষ শিরোপা জিতেছিল ২০১৮-১৯ মৌসুমে।
ম্যানচেস্টার সিটি এই ম্যাচে সেরা একাদশে একাধিক পরিবর্তন এনে খেলতে নেমেছিল। ওয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে জার্মানির বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলা সেরা একাদশের ৫ জন ছিলেন না। পেঁপে গার্দিওয়ালার রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী হলে সেরা একাদশের ৫ জনকে না খেলানোর পরও বড় জয় পেতে সমস্যা হয়নি।
হ্যাটট্রিকম্যান রিয়াদ মাহরেজ ফিরেছিলেন একাদশে। আর ফিরেই করেন বাজিমাত। গার্দিওয়ালার পরীক্ষা আরও বাড়িয়ে দিলেন। পরবর্তী ম্যাচে তাকে বাদ দিতে হলে গার্দিওয়ালাকে দ্বিতীয়বার ভাবতে হবে! কারণ এই ম্যাচে খেলেছিলেন ম্যানসিটির গোল মেশিন আর্লিন হালান্ড। ৩-০ গোলে জয়ী হওয়া ম্যাচে তার কোনও গোল নেই! এটি ছিল অবাক করার মতো বিষয়!
খেলায় প্রথমার্ধে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে এগিয়েছিল। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে বলের সূচনা করেন মাহরেজ। দ্বিতীয়ারর্ধে খেলা শুরু হলে ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মাহরেজে। ৫ মিনিট পরই তিনি হ্যাটট্রিকের দেখা পেয়ে যান তৃতীয় গোল করে।
১৯৫৮ সালের পর এশিয়া কাপের সেমিফাইনালে প্রথম হ্যাটট্রিক করলেন রিয়াদ মাহরেজ ৬৫ বছর আগে সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড এর বিপক্ষে ফুলহামের এলেক্স ডসন।
এমপি/এমএমএ/