সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ফুটবল ঈশ্বরের দেশে বরপুত্র মেসি

ডিয়েগো ম্যারাডোনা যখন বিশ্বকাপের ট্রফি বাড়ি নিয়ে হাজির, তখন পৃথিবীর আলো দেখেনি লিওনেল মেসি। মেসি যখন বিশ্বকাপ ট্রফি নিয়ে বাড়িমুখো, ততদিনে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ম্যারাডোনা। দুই প্রজন্মের দুই কিংবদন্তি তাই একত্রিত হতে পারেনি বিশ্বজয়ের আনন্দে। সবার সব চাওয়া যেমন পূর্ণ হয় না, তেমনি দুজনার এই আক্ষেপের চাদরে মোড়ানো আর্জেন্টাইনরাও। আবার সৌভাগ্য তাদের, ফুটবল ঈশ্বরের দেশে পেয়েছে মেসি নামক রাজপুত্রকে।

কী আছে আর্জেন্টিনার? বলতে পারবেন, বিশ্ববাজারে কতটা শক্তিশালী কিংবা প্রভাব রয়েছে লাতিনের দেশটির? ইতিহাস ঘেঁটে হয়তো বলতে পারবেন, সংঘাতময় রাজনীতির বুক চিড়ে জন্ম তাদের। আয়তনে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম রাষ্ট্র। ব্যাস, এতটুকুই। আর কিছু বলার চেষ্টা যাবে বৃথা। তবুও বড় এক নাম আর্জেন্টিনা। তাদের পতাকা উড়ে বিশ্বজুড়ে। সবাই চেনে এক নামে। চিনিয়েছেন ম্যারাডোনা। চিনিয়েছেন তারই যোগ্য উত্তরসূরী মেসি।

এটা মানা হয়, ফুটবলের সৌন্দর্য লাতিন অঞ্চলে, যার প্রবর্তক ম্যারাডোনা। হাত, পা, মাথা কিংবা শরীর, তার সবটাই নেচে উঠত ফুটবলের ছোঁয়ায়। সঙ্গে নাচত বিশ্ব। তার ফুটবল জাদু এতটাই মনোমুগ্ধকর ছিল যে চোখের সামনেও তার ভুলগুলো সঠিক মনে হতো। যেমন- বিখ্যাত সেই হ্যান্ড অব গডের ঘটনা। কেউ বুঝতেই পারেনি, হাতের ছোঁয়ায় গোল করেছিলেন তিনি। সবাইকে বোকা বানিয়ে ফিরেছিলেন বিশ্বকাপ ট্রফি নিয়ে।

১৯৮৬ বিশ্বকাপজয়ী ম্যারাডোনা মুহূর্তেই জন্মভূমিতে হয়ে যান ফুটবল ঈশ্বর। অথচ কতই না কলঙ্ক ছিল এই ফুটবল ঈশ্বরের- একাধিক বিয়ে, ডোপ ও নারী কেলেঙ্কারি, মদের নেশায় ডুবে থাকা এবং প্রকাশ্যে ধূমপান। তার এমন খামখেয়ালি জীবনযাপন অকালে কেড়ে নিয়েছে তাকে, যিনি জীবনদশায় একটিবার দেখতে চেয়েছিলেন মেসির হাতে বিশ্বকাপ। স্বপ্নপূরণে ডাগআউট হতে গ্যালারি, সবখানেই সরব উপস্থিতি ছিল তার।

কিন্তু ভাগ্যবিধাতা হয়তো চায়নি, তাইতো ম্যারাডোনা স্বর্গবাসী হওয়ার পর বুড়ো বয়সে মেসির হাতে তুলে দেন আরাধ্য শিরোপা। হ্যাঁ, ম্যারাডোনাহীন পৃথিবীতে মেসি এখন বিশ্বজয়ী ফুটবলার। ২০২১ সালে কোপা আমেরিকা ও ২০২২ সালে ফাইনালিসিমা জয়ের পর, গুনে গুনে পাঁচবারের প্রচেষ্টায় ৩৫ বছর বয়সে লা আলবিসেলেস্তেদের ৩৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়েছেন। কাতারে ৬৯০ মিনিট খেলে ৭ গোল ও ৩ অ্যাসিস্টে রূপকথার গল্প লিখেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

কোটি কোটি ভক্তকে মেসি উপহার দিয়েছেন বিশ্বকাপ ট্রফি এবং নিজে জিতেছেন গোল্ডেন বল ও সিলভার বুট। তার ওমন জাদুকরি পারফরম্যান্সের পর ফুটবল ঈশ্বরের দেশে মেসিকে রাজপুত্রের আসনে বসিয়েছে আর্জেন্টিনা। মাসখানেক আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের ট্রেনিং ফ্যাকাল্টির নামকরণ করেছে মেসির নামে।

সাউথ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিনগেজ মেসিকে ফুটবলের শাসক হিসেবে ঘোষণা দিয়েছেন। প্যারাগুয়ের লুকে শহরে কনমেবলের সদর দপ্তরে পেলে ও ম্যারাডোনার পাশে স্থাপন করা হয়েছে মেসির ভাস্কর্য। খুদেরাজকে একের পর এক সম্মানে সম্মানিত করেও মন ভরছে না ফুটবল সংশ্লিষ্টদের, বিশেষ করে ভক্তদের। যেমন- গত মার্চে ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে জন্মভূমিতে যান মেসি। ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে গিয়েছিলেন রেস্টুরেন্টে। সেখানেই অবরুদ্ধ হয়ে পড়েন ভক্তদের ভিড়ে!

ভালোবাসার বিড়ম্বনা বলতে যা বোঝায় সেটাই সেদিন টের পান মেসি। তাতে যে মেসি মনক্ষুণ্ন তা বলা যাবে না কোনোভাবেই। কেননা, ভালোবাসার কাঙাল ফুটবলের রাজপুত্র। ফুটবল ভালোবাসেন তিনি। ভালোবাসেন প্রিয় ভক্তদের। তাই তো ২০২৬ বিশ্বকাপের প্রসঙ্গে আর্জেন্টিনার এই প্রতিনিধি বলে রেখেছেন, যদি শরীর পক্ষ নেয় তার এবং সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে পরের বিশ্বকাপেও দেখা যাবে তাকে। কী হবে তা বলে দেবে সময়। তবে আপাতত এতটুকু বলাই যায়- মেসি বেঁচে আছেন ফুটবল নিয়ে।

এসজি

Header Ad
Header Ad

আমাদের ব্যর্থতা আছে অস্বীকার করার উপায় নেই: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নাই।

তবে আমাদের চেষ্টা আছে এবং আত্ম-জিজ্ঞাসা আছে। ব্যর্থতা উত্তরণের জন্য আমাদের প্রচণ্ড চেষ্টা আছে, তাড়না আছে। প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে প্রচণ্ড চেষ্টা আছে।

‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ক কর্মশালায় যোগদানের পূর্বে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। আজ সোমবার দুপুরে রাজশাহীর পিটিআই মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

এ সময় আইন উপদেষ্টা বলেন, আমরা একটা ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি; বিশেষ করে পুলিশ প্রশাসন ও বিচার বিভাগ। সেখান থেকে দাঁড়াতে আমাদের সময় লাগছে।

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তির হাতে হাজার হাজার কোটি টাকা আছে, টাকা থাকলে এবং বদ মতলব থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা সম্ভব। সে বিষয়টিও দেখা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করছেন এবং আমাদের কো-অর্ডিনেশন মিটিংয়েও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

চলমান বিচার পদ্ধতি নিয়ে আসিফ নজরুল বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ আছে তাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আর যারা নির্দোষ তাদের যেন অযথা হয়রানি করা না হয় সে বিষয়টিও সমন্বয় করে দেখার নির্দেশনা দেওয়া হবে।

Header Ad
Header Ad

মিঠাপুকুরে ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ

ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ। ছবি: ঢাকাপ্রকাশ

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) মিঠাপুকুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, ভূমিহীন সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেছেন।

আন্দোলনকারীরা মিঠাপুকুর উপজেলা চত্বর থেকে মিছিল সহ পদযাত্রা করে মিঠাপুকুর থানায় পৌঁছান এবং সেখান থেকে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং কুশপুত্তলিকা দাহ করেন। এতে ঢাকা-রংপুর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ধর্ষকের গ্রেফতার, সর্বোচ্চ শাস্তি এবং ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকরের পাশাপাশি মিঠাপুকুর থানার বর্তমান ওসিকে অপসারণের দাবি জানান।

মিঠাপুকুর থানার বর্তমান ওসিকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: ঢাকাপ্রকাশ

পরবর্তীতে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়ে দেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষক গ্রেফতার না হয়, তবে আরও বড় ধরনের আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

Header Ad
Header Ad

এবার মেহেদি হাসান ও বিপ্লব কুমার চাকরি থেকে বরখাস্ত

যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসান। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিএমপি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (দক্ষিণ) বিপ্লব কুমার সরকার ও ডিএমপির ট্রাফিকের (দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদি হাসানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারিকৃত সিনিয়র সচিব নাসিমুল গণির সই করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) বিপ্লব কুমার সরকার এবং ডিএমপির ট্রাফিকের (দক্ষিণ) যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান গত বছরের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সেহেতু, বিপ্লব কুমার সরকার এবং এস এম মেহেদী হাসানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২ (চ) বিধি অনুযায়ী ২০২৪ সালের ৬ আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আমাদের ব্যর্থতা আছে অস্বীকার করার উপায় নেই: আসিফ নজরুল
মিঠাপুকুরে ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ
এবার মেহেদি হাসান ও বিপ্লব কুমার চাকরি থেকে বরখাস্ত
এমসি কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জামায়াত আমিরের দায় স্বীকার  
লালমনিরহাটে জামাত-শিবিরের কলেজ দখলের চেষ্টা
গাইবান্ধায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার  
এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ সম্প্রচারে বাধা নেই  
নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ  
‘ডু অর ডাই’ ম্যাচে নিউজল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
আ:লীগ পাচার হওয়া অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা  
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা ছিনতাই    
চট্টগ্রাম কলেজে ছাত্রদলের ওপর ছাত্রশিবিরের হামলা
সেমিফাইনালের পথে ভারত, কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানের হার
নাহিদের পদত্যাগ নিয়ে যা জানা গেল
দুর্ঘটনায় আহত ছেলেকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল মায়ের
অতিরিক্ত দুশ্চিন্তা দ্রুত মৃত্যু ডেকে আনে!
জীবন থাকতে কোনো স্থানীয় নির্বাচন করতে দেওয়া হবে না: ইঞ্জিনিয়ার ইশরাক
২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা, সরকারি ছুটি নিয়ে যা জানা গেল!
ঢাবির মধুর ক্যান্টিনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন, ছাত্রদলের নিন্দা