পেনাল্টি মিস করে নাপোলির চ্যাম্পিয়ন্স লিগ শেষ
ম্যাচের ইনজুরি টাইম ছিল ৫ মিনিট। তারই তৃতীয় মিনিটে লক্ষ্যভেদ করেন ভিক্টর ওসিমহেন। সমতাসূচক সেই গোলটি নাপোলি ভক্তদের ফেলে আশা-নিরাশার দোলাচলে। একদিকে শেষ দুই মিনিটে ম্যাচ বাঁচানো গোলের প্রত্যাশা; আরেকদিকে হতাশায় পোড়াচ্ছিল পেনাল্টি মিসের ঘটনা।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ স্তাদিও ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে শেষ আটের ফিরতি লেগে এসি মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে নাপোলি। বিদায় নিতে হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। কারণ প্রথম লেগ ১-০ গোলে হেরেছিল তারা।
দুই দলের ফিরতি লেগে ছিল নাটকীয়তায় ভরপুর। ম্যাচের শুরুতেই খলনায়ক বনে যান অলিভিয়ের জিরু। ২২ মিনিটে পেনাল্টি থেকেও গোল করতে পারেননি ফরাসি তারকা। তার শট জাল অবধি যেতে দেননি স্বাগতিক গোলরক্ষক অ্যালেক্স মেরেট।
প্রথমার্ধেই খলনায়কে থেকে নায়কের আসনে বসেন জিরু। কেননা, তার স্ট্রাইকে ৪৩ মিনিটে এগিয়ে যায় মিলানের ক্লাবটি। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ দেওয়ার সুবর্ণ সুযোগ পায় নাপোলি। কিন্তু খভিচা কভারতসখেলিয়ার পেনাল্টি শট রুখে দিয়ে দলের লিড আগলে রাখেন গোলরক্ষক মাইক ম্যাগনান।
ইনজুরি টাইমে ওসিমহেনের গোলের পর সেই পেনাল্টি মিসের যন্ত্রণাই সবচেয়ে বেশি পোড়ায় নাপোলিকে। অপরদিকে ইতালিয়ান ডার্বি জয়ে আনন্দে ভাসে এসি মিলান ফুটবলাররা। ২০০৭ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এই প্রথম টুর্নামেন্টে সেমি খেলার যোগ্যতা অর্জন করল তারা।
এসএন