বাফুফে সভাপতির ব্যক্তিগত সহকারী থেকে সাধারণ সম্পাদক
বাফুফের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আর্থিক দুর্নীতির দায়ে ফিফা থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর তার জায়গায় সর্বোচ্চ ৬ মাসের জন্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বাফুফেরই প্রটোকল অফিসার ইমরান হোসেন তুষার। যিনি প্রটোকল অফিসারের দায়িত্ব পালনের পাশাপাশি বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের ব্যক্তিগত সহকারি হিসেবেও দায়িত্ব পালন করতেন।
তিনি এমন এক সময় এ দায়িত্ব পেয়েছেন যখন, বাফুফের উপর অনেক বড় দূর্নাম। তার প্রথম কাজ হবে এ জাতীয় ঘটনা আর যাতে না ঘটে। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনও জানিয়েছেন এ জাতীয় ঘটনা আর ঘটবে না।
আবু নাঈম সোহাগও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার আগে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন সাধারণ সম্পাদক আল মোসাব্বির সাদি ইন্তেকাল করায়। সোহাগ তারও আগে বাফুফেতে দায়িত্ব পালন করেছিলেন ম্যানেজার কম্পিটিশন হিসেবে। নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের শুরুটাও অনেকটা সোহাগের মতই। যে কারণে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাওয়ার পরপরই গুঞ্জন শুনা যাচ্ছে তাকেই পরবর্তিতে ভারমুক্ত করে পূর্ণ দায়িত্ব দেওয়া হবে।
যে পরিস্থিতে নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্ব নিয়েছেন এটি কি তার জন্য বাড়তি চাপ মনে করেন কি না? ঢাকাপ্রকাশ-এর সঙ্গে আলাপ কালে ইমরান হোসেন তুষার বলেন, বাফুফেতেও আমার কর্ম জীবনের ৬ বছরের উপরে হয়ে গেছে। আমি দীর্ঘদিন বাফুফের সভাপতির ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছি। মোটামুটি আমার একটা অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা দিয়ে আমি সুন্দরভাবে বাফুফের প্রশাসনিক কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করব। সবার সহযোগিতা পেলে আমি আশা করি সফল হবো।’ তিনি বলেন, ‘বাফুফের নির্বাহি পরিষদ আমাকে যোগ্য মনে করেছে বলে আমাকে এই দায়িত্ব দিয়েছে। এখন আমার দায়িত্ব তাদের সেই আস্থার প্রতিদান দেওয়া।'
ঢাকার দোহারের সন্তান ইমরান হোসের তুষার ইউল্যাব থেকে বিবিএ ও এমবিএ করেছেন। উচ্চমাধ্যমিক পাশ করেছেন বান্দুরা হলিক্রস কলেজ থেকে। বাফুফেতে যোগ দেন ২০১৭ সালে প্রটোকল ম্যানেজার হিসেবে। পরের বছর থেকে বাফুফের সভাপতির ব্যক্তিগত সহকারির দায়িত্ব পালন শুরু করেন।
এমপি/এএস