বার্সার অপ্রত্যাশিত রেকর্ড, অখুশি জাভি
মৌসুমের শেষভাগে একটি মাত্র শিরোপার হাতছানি বার্সেলোনার সামনে। সেটা লা লিগায়। এই মঞ্চেই টানা দুই গোলশূন্য ড্রয়ে অপ্রত্যাশিত এক রেকর্ডে নাম লিখিয়েছে কাতালান ক্লাবটি। অপরদিকে শিষ্যদের ছন্দপতনে নারাজ কোচ জাভি হার্নান্দেজ।
গত সপ্তাহে ক্যাম্প ন্যুতে জিরোনার সঙ্গে গোলশূন্য ড্র করে বার্সা। গতকাল রাতে গেটাফে মাঠেও গোলশূন্য ড্র করে লিগ টপাররা। লা লিগায় ১৮ বছরে এই প্রথম টানা দুই ম্যাচ গোলশূন্য ড্র করেছে কাতালান ক্লাবটি। ২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে।
দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে বার্সা। তবুও শিষ্যদের হোঁচটে অখুশি জাভি, ‘আমরা বার্সেলোনা শুকনো মাঠে অনুশীলন করেছিলাম, এটা আমাদের ক্ষতি করেছে। তবে ঘাস কোনো অজুহাত হতে পারে না, কারণ আমরা ভালো খেলিনি।’
বার্সা কোচ যোগ করেন, ‘আমাদের উন্নতি করতে হবে এবং লিগ শেষের আগ পর্যন্ত লড়তে হবে। কেননা, এখনো শিরোপার নিস্পত্তি হয়নি।’
আরএ/