সোহাগ ইস্যুতে বাফুফের জরুরি সভা সোমবার
সাধারণত কোন সংগঠন হঠাৎ কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে জরুরি সভা ডেকে থাকে। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বিদ্যমান ইস্যু এতো বেশি যে এক পক্ষের ব্যবধানে তাদের দ্বিতীয়বার জরুরি সভায় বসতে হচ্ছে আগামীকাল (১৭ এপ্রিল) সোমবার। এবারের জরুরি সভার বিষয় ফিফা কর্তৃক আর্থিক গরমিলের কারণে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করাতে। এর আগে বাফুফে জরুরি সভা করেছিল মেয়েদের ফুটবল দলকে অর্থের অভাবে অলিম্পিক বাছাই ফুটবলে না পাঠানোর কারণে।
বাফুফের কালকের জরুরি সভায় সোহাগ ইস্যু থাকলেও মূল আলোচনা হবে সোহাগের স্থলাভিষিক্ত কাকে করা হতে পারে। তাৎক্ষনিকভাবে কাউকে সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব নয়। এটি একটি লম্বা প্রক্রিয়া। তাই বাফুফের প্রশাসনিক কাজ চালিয়ে নেওয়ার জন্য ভারপ্রাপ্ত হিসেবে কাউকে এই দায়িত্ব দেওয়া হতে পারে কালকের সভায়।
আবু নাঈম সোহাগও প্রথমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি এই দায়িত্ব পেয়েছিলেন বাফুফের প্রথম বেতনভুক্ত সাধারণ সম্পাদক আর মুসাব্বির সাদি পামেলের মুত্যুতে। তিনি মারা গিয়েছিলেন ২০১১ সালে। সেই সময় সোহাগ ছিলেন বাফুফের কম্পিটিশন ম্যানেজার। ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করার এক বছরের মাথায় সোাহাগ সাধারণ সম্পাদক হিসেবে পূণার্ঙ্গ দায়িত্ব পালন শুরু করেছিলেন।
এমপি/এএস