লিটন আজ খেলবেন, নাকি পানি টানবেন!
আইপিএল গোটা ক্রিকেট বিশ্বের জন্য উৎসবের বার্তা নিয়ে এলেও বাংলাদেশের মানুষের জন্য এক রাশ হতাশা নিয়ে এসেছে। এখন পর্যন্ত বাংলার মানুষ উৎফুল্ল হতে পারেন, এ রকম কোনো উপলক্ষ আসেনি।
হাতাশার শুরুটা বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানেরর আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করার মাধ্যমে। এরপর মোস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস চাটার্ড বিমানে নিয়ে গিয়েও না খেলিয়ে ৩ ম্যাচ বসিয়ে রেখে। তিন ম্যাচ পর মোস্তাফিজ খেললেও নিজে যেমন আহামরি ভালো কিছু করতে পারছেন না, তেমনি তার দলও। ৫ ম্যাচ খেলে এখন পর্যন্ত জয় পায়নি দিল্লি। ২ ম্যাচ খেলে মোস্তাফিজের যে অবস্থা তাতে করে পরবর্তী ম্যাচ তাকে সেরা একাদশে না দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
এরপর আসে লিটন দাস অধ্যায়। জাতীয় দলের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে তিনি যান আইপিএল খেলতে। ইডেন গার্ডেনে সানরাইজার্স হয়দরাবাদের বিপক্ষে লিটনের খেলা নিয়ে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমি ছিলেন খুব বেশি আশাবাদী।
কিন্তু তাদের হতাশ হতে হয় লিটনকে না খেলানোতে। সেই হতাশার মাঝে গভীর ক্ষত সৃষ্টি হয় যখন লিটনকে পানি বহন করতে দেখে। বাংলাদেশের ক্রিকেট প্রেমিদের হতাশা পরিণত হয় ক্ষোভে। সেই ক্ষোভ এখনো বিদ্যমান। সেটা কিছুটা, এমন কি পুরোটাই প্রশমিত হতে পারে যদি লিটন দাসকে আজ মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে খেলানো হয়?
লিটনের আজ খেলার সম্ভাবনা খুব বেশি। কারণ, তাকে যার পরিবর্তে খেলানো হবে সেই আফগান ক্রিকেটার রহমতউল্লাহ গুরবাজ খুব একটা ভালো ফর্মে নেই। যে ম্যাচে তাকে বাদ দিয়ে লিটনকে খেলানোর কথা ছিল, সেই ম্যাচে তিনি কোনো রানই করতে পারেননি।
আগের ৩ ম্যাচে তার রান ছিল ১৫, ৫৭ ও ২২। গুরবাজ ইনিংসের উদ্বোধন করার পাশাপাশি উইকিট কিপিংও করে থাকেন। লিটন দাসও তাই। আবার লিটন আছেন দারুণ ফর্মে। তাকে খেলানো হলে তিনি ইনিংসের গোড়াপত্তন করার পাশাপাশ কিপিংও করতে পারবেন। যাকে বলা যায় রহমতউল্লাহ গুরবাজের যোগ্য রিপ্লেসমেন্ট।
কিন্তু প্রশ্ন হলো এ সবই ম্যাচ পূর্ব সমীকরণ। প্রকৃত সত্য হলো লিটনকে আজ খেলাবেতো কেকেআরের টিম ম্যানেজমেন্ট। নাকি আগের ম্যাচের মতই পানি টানাবে!
এমপি/এমএমএ/