গোলোৎসবে জয়ের ধারায় ফিরল বসুন্ধরা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এফসি উত্তরার ধাক্কায় থামে বসুন্ধরা কিংসের জয়রথ। তবে দ্রুতই গোলোৎসবে জয়ের ধারায় ফিরল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
শনিবার (১৫ এপ্রিল) ফর্টিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছ অস্কার ব্রুজনের শিষ্যরা। একই দিনে একই মঞ্চে ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং পুলিশ এফসি।
ময়মনসিংহে উত্তরার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বসুন্ধরা। লিগ মৌসুমে ওটাই ছিল তাদের প্রথম হোঁচট। জয় পায় আগের ১০ ম্যাচে। এবার বসুন্ধরা কমপ্লেক্সে ফিরতেই ছন্দে ফিরে পেল ব্রুজনের শিষ্যরা। চ্যাম্পিয়নদের ১২তম লিগ ম্যাচে জয়ের নায়ক রবসন রবিনহো এবং দরিয়েলতন।
প্রথমার্ধে জোড়া গোল রবিনহো। ৩৩ মিনিটে প্রথম গোলের পর যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে দুবার জালের দেখা পান রবিনহো স্বদেশি। ৫৯ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন দরিয়েলতন। পরের গোলটি পান ৭০ মিনিটে।
ম্যাচের ইনজুরি টাইমে অতিথিদের জয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন গাইয়ার জফ, যা কেবল কমিয়েছে ফর্টিসের হারের ব্যবধান। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সপ্তম স্থানে রয়েছে তারা। ৩৪ পয়েন্ট শীর্ষস্থান আরও পোক্ত করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা।
মোহামেডানের অবস্থান পঞ্চম স্থানে। ১২তম রাউন্ডের খেলা শেষে তাদের ঝুলিতে জমা পড়েছে ১৬ পয়েন্ট। কুমিল্লার ভেন্যুতে সাদা-কালোরা এদিন কোনো রকমে এড়ায়। ম্যাচের দশম মিনিটে পুলিশ এগিয়ে যায় জোহান আরাঙ্কোর স্ট্রাইকে। বিরতিতে যায় লিড আগলে রেখে।
দ্বিতীয়ার্ধে মোহামেডান শিবিরে স্বস্তি ফেরান শাহরিয়ার। ৫৬ মিনিটে দলকে সমতায় ফেরান তিনি। এরপর আর কোনো গোল হলে অমীমাংসিত থেকে যায় দুই দলের লড়াই। ড্র করায় মোহামেডানের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে পুলিশ।
এমএমএ/