সুপার লিগের ষষ্ঠ দল কোনটি?
ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ড ছিল ওলট-পালট রাউন্ড। এই রাউন্ডের ফলাফল সুপার লিগের অনেক-নিকেশ বদলে দিয়েছে। এই ওলট-পালট ফলাফলে মোহামেডান যেমন এক রাউন্ডে বাকি থাকতেই পঞ্চম দল হিসেবে সুপার লিগ নিশ্চিত করেছে, তেমনি অনিশ্চিত করে তুলেছে গাজী গ্রুপের সুপার লিগে খেলাও।
একইভাবে রূপগঞ্জ টাইগোর্সেরও। এই দুইটি দলই ১০ রাউন্ডে হেরেছে। আবার এই রাউন্ডে জয় পেয়ে সুপার লিগের লড়াইয়ে শামিল হয়েছে সিটি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নও। অথচ দশম রাউন্ডের আগে দুই দলই ছিল রেলিগেশন লিগ খেলার শঙ্কায়।
আগামীকাল (১৬ এপ্রিল) শুরু হবে শেষ রাউন্ডের খেলা। এই রাউন্ডেই নিশ্চিত হবে সুপার লিগের ষষ্ট দল হবে কোনটি।
শেষ রাউন্ডে খেলতে নামবে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৯ পয়েন্ট, ব্রাদার্স ইউনিয়ন ও সিটি ক্লাব ৮ পয়েন্ট করে এবং রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৭ পয়েন্ট নিয়ে।
সুপার লিগে যেতে হলে গাজী গ্রুপকে জিততেই হবে। তারা খেলবে ১৭ এপিল বিকেএসপির ৩ নম্বার মাঠে শাইন পুকুর ক্রিকেটে ক্লাবের বিপক্ষে। শাইন পুকুরের পয়েন্ট ৪। তারা আছে রেলিগেশনে লিগে। গাজী গ্রুপ জিতলে বাকি ৩ দলের আর কোনো সম্ভাবনা থাকবে না সুপার লিগে খেলার।
সুপার লিগে যাওয়ার লড়াইয়ে থাকা ব্রাদার্স ইউনিয়ন ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব পরস্পরের বিপক্ষে মাঠে নামবে ১৭ এপ্রিল মিরপুরে। যে দল জিতবে সেই দলের সম্ভাবনা থাকবে সুপার লিগে যাওয়ার। এই ম্যাচের ফলাফল গুরুত্ব পাবে যদি গ্রাজী গ্রুপ একই দিন হেরে যায়।
সুপার লিগের লড়াইয়ে থাাক অপর দল সিটি ক্লাব খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনীর বিপক্ষে বিকেএসপির ৪ নম্বার মাঠে। আবাহনীকে হারালেই সিটির সুপার লিগ নিশ্চিত হবে না। সে ক্ষেত্রে অন্য দু ব্রাদার্স ও রূপগঞ্জ টাইগার্সের মতই তাদের অপেক্ষা করতে হবে গাজী গ্রুপ ও শাইন পুকুরের ম্যাচের ফলাফলের দিকে।
ইতিমধ্যে সুপার লিগ নিশ্চিত করেছে যথাক্রমে আবাহনী (১৮ পয়েন্ট), শেখ জামাল ধানমন্ডি ক্লাব (১৮ পয়েন্ট), লিজেন্ডস অব রূপগঞ্জ (১৬ পয়েন্ট), প্রাইম ব্যাংক (১২ পয়েন্ট) ও মোহামেডান (১২ পয়েন্ট)।
এমপি/এমএমএ/