টস জিতে বোলিংয়ে মোস্তাফিজের দিল্লি
প্রথম সুযোগেই দলের জয়ের নায়ক হতে পারতেন মোস্তাফিজুর রহমান। কিন্তু সেটা হয়নি। তাতে অবশ্য একাদশে জায়গা হারাননি টাইগার পেসার। কাটার মাস্টারকে রেখেই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ম্যাচের জন্য সেরা একাদশ সাজিয়েছে দিল্লি ক্যাপিটালস।
শনিবার (১৫ এপ্রিল) ব্যাঙ্গালুরুর মাঠে টস ভাগ্য জিতেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এরপর বোলিংয়ে সিদ্ধান্ত নেন তিনি। টুর্নামেন্টে এটি তাদের পঞ্চম ম্যাচ। আইপিএলের ১৬তম আসরে এখন পর্যন্ত জয়ের খাতা খুলতে পারেনি দিল্লি।
দিল্লি একাদশ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, যশ ধুল, মনিষ পান্ডে, অক্ষর প্যাটেল, আমান হাকিম খান, লতিফ যাদব, অভিষেক পোড়েল, কুলদীপ যাদব, আনরিচ নর্টজে এবং মোস্তাফিজুর রহমান।
ব্যাঙ্গালুরু একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, মাহিপাল, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক, ভানিন্দু হাসারঙ্গা, হার্শার প্যাটেল, ওয়েন পারনেল, মোহাম্মদ সিরাজ এবং বিজয়কুমার।
আরএ/