কলকাতার একাদশে জায়গা হলো না লিটনের
বাংলাদেশি ওপেনার লিটন দাস প্রথমবারের মতো আইপিএলে দল পেয়েছেন। নিলাম থেকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। লিটন কলকাতা শিবিরে যোগ দেওয়ার পর আজ প্রথম ম্যাচে মাঠে নেমেছে কলকাতা।
তাই এই ম্যাচকে ঘিরে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের আগ্রহ অনেক বেশি। লিটন কি একাদশে জায়গা পাবেন? লিটনকে কি কলকাতার জার্সিতে আজ খেলতে দেখা যাবে? টসের পর ভক্তদের এসব প্রশ্নের উত্তর পাওয়া গেছে। তাদের জন্য দুঃসংবাদ, লিটনকে ছাড়াই মাঠে নেমেছে কলকাতা।
শুক্রবার (১৪ এপ্রিল) নিজেদের মাঠ ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছে কলকাতা। কলকাতার অধিনায়ক নিতিশ রানা টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছেন তারা। অর্থাৎ বেঞ্চে বসেই কাটাতে হবে লিটনকে।
অন্যদিকে হায়দরাবাদের একাদশে এসেছে একটি পরিবর্তন। ওয়াশি সুন্দরের পরিবর্তে একাদশে এসেছেন অভিষেক শর্মা।
কলকাতা একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নারায়ণ জাগাদিশান, নিতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, সুয়েশ শর্মা, লকি ফার্গুসন, ভরুন চক্রবর্তী।
হায়দরাবাদ একাদশ: হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগারওয়াল, রাহুল ট্রিপাদি, এইডেন মার্করাম (অধিনায়ক), অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), মার্কো জানসেন, ভুবেনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, থাঙ্গারাসু নটরাজন।
এসজি