শাইনপুকুরকে হারিয়ে সুপার লিগে মোহামেডান
প্রথম ৫ ম্যাচে ৪ হারের বিপরীতে পরের ৫ ম্যাচে টানা জয়। ঐতিহ্যবাহী মোহামেডানের সামনে যেখানে ছিল রেলিগেশন লিগ খেলার শঙ্কা। সেখানে সেই শঙ্কা কেটে এখন সুপার লিগে জায়গা করে নিয়েছে তারা। আজ তারা ৫২ রানে হারিয়েছে শাইনপুকুরকে। মোহামেডানের ৬ উইকেটে ২৭৬ রানের জবাব দিতে নেমে শাইনপুকুর অলআউট হয় ৪৩.২ ওভারে ৪ উইকেটে ২২৪ রান করে। এই জয়ের ফলে মোহামেডান ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে। অপরদিকে শাইনপুকুর সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রেলিগেশন লিগ খেলা নিশ্চিত করেছে।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেএসপির ৩ নাম্বার মাঠে টস হেরে ব্যাট করতে নেমে মোহামেডান ৬ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করলেও অবদান রাখতে ব্যর্থ হন সাকিব (৩০), মাহমুদউল্লাহ (০), মিরাজ ( ২)। তারপরও বড় সংগ্রহের পেছনে মূল ভূমিকা ছিল মাহিদুল ইসলাম অঙ্কনের অপরাজিত ১২৫ রানের ইনিংস। সঙ্গে ছিল অধিনায়ক ইমরুল কায়েসের ৬৯ রান। ২৭৬ রানের ১৯৪ রানই আসে এই দুইজনের ব্যাট থেকে।
টস হেরে ব্যাট করতে নামার পর শুরুতেই ফিরে যান আব্দুল জ্দি ২ রান করে। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ইমরুল ও অঙ্কন মিলে যোগ করেন ২১.৫ ওভারে ৯৭ রান। ইমরুল ৮৬ বলে ২ ছক্কা ও ৭ চারে ৬৯ রান করে আউট হন টুটুলের বলে হাসান মুরাদের হাতে ধরা পড়ে। সাকিবকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে অঙ্কন যোগ করেন ৭৪ রান। ৩০ রান করে সাকিব আউট হলে ভাঙে জুটি। সাকিব আউট হওয়ার পর দ্রুতই বিদায় নেন মাহমুদউল্লাহ (০) ও মিরাজ (২)। পরে আরিফুল ইসলামকে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে অঙ্কন ৪৯ রান যোগ করে দলের রান আড়াইশ পার করতে ভূমিকা রাখেন। আরিফুল ১টি করে চার ও ছয় মেরে ২৯ বলে ২৬ রান করে আউট হওয়ার পর অঙ্কন আরিফুল হককে নিয়ে শেষ ৩.৫ ওভার খেলে ৪২ রান যোগ করেন। অঙ্কন ১১২ বলে সেঞ্চুরি করে শেষ পর্যন্ত ১২৫ বলে ৭টি ছক্কা ও ৬টি চারে ১২৫ রান করে অপরাজিত থাকেন। আরিফুল হক অপরাজিত থাকেন ১২ রানে। মেহেদি হাসান রানা ৫২ ও মাসুম খান টুটুল ৬৩ রানে নেন ২টি করে উইকেট।
জবাব দিতে নেমে শাইনপুকুর মোটেই ভালো করতে পারেনি। সোবহাম শর্মা ও খালিদ হাসান হাফ সেঞ্চুরি করলেও তা দলের হার এড়াতে যথেষ্ট ছিল না। ব্যাট করতে নামার পর থেকেই শাইনপুকুর নিয়মিত উইকেট হারাতে থাকে। এরই মাঝ দাঁড়িয়ে খালিদ হাসান ৫৭ ও সোবহান শর্মা ৬৬ রানের ইনিংস খেলেন। এ ছাড়া মাসুম খান টুটুল করেন ৩০ রান। মোহামেডানের নাজমুল ইসলাম অপু ৪১ রানে নেন ২ উইকেট। ২টি করে উইকেট নেন মুশফিক হাসান ও জ্যাক লিনটট। ম্যাচসেরা হন মাহিদুল ইসলাম অঙ্কন।
এমপি/এসজি