লিটন কি আজ খেলবেন
আইপিএল নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ ভাটা পড়েছে আগেই। এর অন্যতম কারণ বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসনের সরে যাওয়া। পরে সেখানে যোগ হয় মোস্তাফিজকে চাটার্ড বিমানে করে নিয়ে গিয়েও না খেলানো। টানা ৩ ম্যাচ মোস্তাফিজকে খেলানো হয়নি। এ নিয়ে রীতিমতো রাগে ফুসেছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। যদি না খেলানোই হবে, তবে কেন এভাবে চাটার্ড বিমান করে নিয়ে যাওয়া। অনেকেই মনে করেছেন মোস্তাফিজের প্রতি এটি অবিচার আর অবহেলা। চতুর্থ ম্যাচে গিয়ে মোস্তাফিজ পান খেলার সুযোগ। কিন্তু দলের টানা চতুর্থ হার এড়াতে পারেননি। এরপর বাকি থাকেন লিটন দাস। তিনি কলকাতা যাওয়ার পর আজ প্রথম মাঠে নামবে কলকাতা। কিন্তু খেলবেন কি, খেলবেন এ নিয়ে ঝল্পনা-কল্পনার শেষ নেই।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়া পর তিনি যান কলকাতা। তবে তাকে নিতে কলকাতা নাইট রাইডার্স আর চাটার্ড বিমান পাঠায়নি। ৭ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হওয়ার পর তিনি কলকাতা যান ৯ এপ্রিল। এরপর আজ আবার কলকাতার খেলা। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। খেলা হবে আবার ইডেনে।
হার দিয়ে আসার শুরু করা শাহরুখের দল পরে জিতেছে টানা ২ ম্যাচ। শেষ ম্যাচে গুজরাট টাইটানসের ২০৪ রান পাড়ি দিয়ে জয়ের মাধ্যমে ক্রিকেট বিশ্বের নতুন আলোচনার জন্ম দিয়েছে। এর কারণ শেষ ৫ বলে টানা ছয় মেরে জয় পাওয়াতে। টানা ৫ ছক্কা মারা রিঙ্কুও এখন আলোচিত হিরো।
হ্যাটট্রিক জয় পেতে কলকাতা কি তাদের উইনিং কম্বিনেশন পরিবর্তন আনবে-এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কলকাতা যেমন টানা ২ জয়ে আছে দারুণ ফর্মে, তেমনি ফর্মে আছেন লিটন দাসও। তাকে খেলাতে হলে সেরা একাদশে পরিবর্তন আনতে হয়। কিন্তু সেই ঝুঁকি তারা নেবে কি না সেটাই এখন বড় প্রশ্ন।
লিটন দাস কেকেআরে যোগ দেয়ার পর থেকেই সরব কেকেআরের ফেসবুক। তাকে স্বাগতম জানিয়ে লিখেছিলে বাংলার বাঘ এখন কেকেআরের ক্যাম্পে। এরপর লিটনের অনুশীলনের ভিডিও তারা তাদে ফেসবুক পেইজে আপ করে। লিটনের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়।
কেকেআর আহমেদাবাদ থেকে কলকাতা আসার পর লিটন অনুশীলনে যোগ দেয়ার পর রীতিমতো সেখানে ঝড় তুলেন। তার ব্যাটিং অনুশীলন দেখে কেকেআরের টিম ম্যানেজমেন্ট অবাক হন। তাকে খেলানোর ব্যাপারে ভাবতে শুরু করেন। কলকাতার গণমাধ্যমে এ রকম খবর প্রকাশ হতে দেখা যায়। কিন্তু লিটনকে খেলাতে হলে বাদ দিতে হবে আফগানিস্তানের রহমতউল্লাহ গুরবাজকে। কিন্তু তাকে বাদ দেয়ার মত অবস্থানে নেই । কারণ উইকেট কিপিং করার পাশাপশি ব্যাট হাতেও বেশ সফল। তিনটি ম্যাচে রান করেছেন ২২, ৫৭, ১৫।
এদিকে লিটন দাসও কিপিং করে থাকেন। কিন্তু হুট করে তাকে খেলাবে কি না এ নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত লিটন দাস একাদশে জায়গা পাবেন, তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীদের চাওয়া লিটন দাস যাতে খেলেন। তাকে যেন মোস্তাফিজের মতো বসিয়ে রাখা না হয়!
এমপি/আরএ/