আইপিএল নিয়ে মাশরাফির ‘হেডেক’ নেই!
কয়েকদিন আগে সাকিব আল হাসান ও লিটন দাসের আইপিএলের ছাড়পত্র দেওয়া নিয়ে মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, সুযোগ থাকলে দুইজনকেই খেলার সুযোগ করে দেওয়া। সেই মাশরাফি আজ জানিয়েছেন, আইপিএল নিয়ে তার ‘হেডেক’ নেই।
মাশরাফির এ রকম বলার কারণ মোস্তাফিজকে চার্টার্ড বিমানে নিয়ে গিয়ে না খেলিয়ে প্রথম তিন ম্যাচ বসিয়ে রাখায়। আবার পরে গিয়ে যোগ দিয়েছেন লিটন দাস। তিনি খেলছেন প্রথমবারের মতো। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনিও খেলার সুযেগ পাবেন কি না তা নিয়ে রয়েছে রাজ্যের ধোঁয়াশা!
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার ক্রিকেটে লিগের টানটান উত্তেজনার ম্যাচে ঢাকা লিওপার্ডসকে ১ রানে হারানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আইপিএলে লিটন খেলছে, খুবই ভালো। কিন্তু দেখুন, মোস্তাফিজকে চার্টার্ড ফ্লাইটে নিয়ে ম্যাচ খেলায়নি। এখানে অনেক বিষয় থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয় থাকে, আমরাও উদগ্রীব হয়ে যাই। আমাদের বাংলাদেশ ক্রিকেটের একটা ফ্যানবেজ আছে। যেটা হয়তো তারা ব্যবহার করতে পারে। এই অগ্রাধিকার দেওয়া, আমাদের খেলোয়াড়দের তো ওই সামর্থ্য আছে। আমাদের নিলে যেন খেলায়। কিন্তু হয় না। এই জন্য এটা নিয়ে হেডেক দেখিয়ে লাভ নেই, আমাদের হেডেক হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল ভালো খেলবে, আমরা যারা আছি, আপনারা যারা আছেন, সবাই খুশি হব।’
কয়েকদিন আগে সাকিব জানিয়েছিলেন, আইপিএল তার খুব একটা দেখা হয় না।
এদিকে আজকের ম্যাচে ১ রানে জেতা নিয়ে মাশরাফি বলেন, ‘অসাধারণ ম্যাচ হয়েছে। ডিপিএল তো অনেক দিন ধরে খেলছি। এইরকম ম্যাচও খেলেছি। তবে এরকম এক রান দুই রানে ম্যাচ আসলে খুব বেশি খেলা হয়নি। এই ধরনের ম্যাচ খুব হয় না।’
এমপি/এসজি