নাঈমের ধারাবাহিক রানে শীর্ষে আবাহনী
এনামুল হক বিজয় ঝড় থেমেছে। কিন্তু থামেনি মোহাম্মদ নাইম শেখ ঝড়। তার ব্যাটে রান আসছেই। পেয়েছেন টানা পঞ্চম হাফ সেঞ্চুরির দেখা। যা এবারের লিগে তার সপ্তম। সঙ্গে আছে একটি সেঞ্চুরিও।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নাঈমের ব্যাট থেকে এসেছে ম্যাচসেরা ৭৯ রানের ইনিংস। আর সেই রানে ভর করে তার দল আবাহনী ৯ রানের কষ্টার্জিত জয় পেয়েছে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। টস হেরে ব্যাট করতে নেমে আবাহনী ৫০ ওভার খেলে ২৬৭ রান করে অলআউট হয়। রান তাড়া করতে নেমে অগ্রণী ব্যাংক ৫০ ওভার খেলে ৬ উইকেটে ২৫৮ রান করে। এই জয়ের ফলে আবাহনী ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে। অগ্রণী ব্যাংকের পয়েন্ট ৬। তাদের রেলিগেশন লিগ খেলার শঙ্কা থেকেই গেছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দশে।
এবারের লিগে মোহাম্মদ নাঈম শেখ ও এনামুল হক বিজয় যেন পাল্লা দিয়ে রান করছিলেন। গত দুই ম্যাচে গিয়ে এনামুল থেমেছেন। কিন্তু নাঈম আর থামেননি। আজকের ম্যাচের আগে চলতি লিগে তার ৯টি ইনিংস ছিল ৮৩, ৪৩ ১১০ *, ৭৪*, ৪৩*, ৫৭, ৯৪, ৭৬ ও ৫৮। আজ করেছেন ৫৮ রান।
খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় ২৮ রান করে আউট হলেও উদ্বোধনী জুটিতে রান আসে ৭১। জাতীয় দলের হয়ে দারুণ পারফর্ম করা নাজমুল হোসেন শান্ত (২) আবারও ব্যর্থ হলেও নাঈম শেখের ৭৫ বলে ২ ছক্কা ও ১০ চারে ৭৯ রানের সঙ্গে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ৫২ রান দলের অবস্থান মজবুত করে দেয়। সঙ্গে ছিল সাইফ উদ্দিনের ৩৩, আফিফের ৩১, জাকের আলী অনিকের ২৭ রান। আবাহনীর সংগ্রহ আরও বেশি হওয়ার কথা ছিল। কিন্তু লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা ভালো করতে না পারলে আবাহনী শেষ ৫ উইকেট হারায় মাত্র ৮ রানে। অগ্রণী ব্যাংকের এনামুল হক ৫৭ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন আবু হায়দার রনি ও আসাদুজ্জামান পিয়াল।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অগ্রণী ব্যাংক আজমির আহমেদ (৬০),মোহাম্মদ ইলিয়াস (৫৭), ও অধিনায়ক মার্শাল আইয়ুবের (অপরাজিত ৫৮) হাফ সেঞ্চুরিতে আবাহনীর টেনশন বাড়িয়ে ভালোই জবাব দিয়েছিল। শেষ ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ রানের। ক্রিজে ছিলেন অধিনায়ক মার্শাল আইয়ুব ৫৬ ও আবু হায়দার রনি ১৫ রানে। কিন্তু তানভীরের করা ওভার থেকে তারা নিতে পারেন মাত্র ৬ রান। রাকিবুল ও নাহিদুল নেন ২টি করে উইকেট।
এমপি/এসজি