কারা হচ্ছে সুপার লিগের শেষ দুই দল?
এ যেন শুরু হতে না হতেই শেষ হয়ে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ। এইতো মনে হবে সেদিন শুরু হয়েছে।
অথচ এখন লিগ পর্বের খেলা শেষের দিকে। মার্চ মাসের ১৫ তারিখ মাঠে গড়িয়েছিল এই আসর। এখন চলছে সুপার লিগ আর রেলিগেশন লিগের সমীকরণ।
এবার লিগ শুরুর পর থেকেই চারটি দল প্রথম পাঁচ রাউন্ড পর্যন্ত সমান তালে এগিয়ে ছিল এই দলগুলো ছিল বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী, প্রাইম ব্যাংক ও লিজেন্ডস অব রূপগঞ্জ। ষষ্ট রাউন্ড থেকে সেখানে ছন্দ পতন ঘটে। হারের স্বাদ নিতে থাতে দলগুলো। প্রথমে নেয় প্রাইম ব্যাংক। এরপর অপর দলগুলো। সবার শেষে হারের নোনা স্বাদ পায় আবাহনী।
কাকতলীয়ভবে এই চারটি দল কিন্তু ২ রাউন্ড বাকি থাকতেই সুপার লিগ নিশ্চিত করেছে। অবশ্য আবাহনী ও শেখ জামাল আরও আগেই সুপার লিগ নিশ্চিত করেছিল। ৯ রাউন্ড শেষে আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১৬ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। নেট রানে আবাহনী একে, শেখ জামাল দুইয়ে। ১৪ পয়েন্ট নিয়ে তিনে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১২ পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংবক ক্লাব আছে চারে। এ চার দল লিগের বাকি ২ ম্যাচ খেলবে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানকে শক্ত করতে। এই চার দলই শেষ পর্যন্ত শামিল থাকবে শিরোপা লড়াইয়ে।
বাকি দুইটি স্থানের জন্য লড়াইয়ে আছে তিনটি দল গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। গাজী গ্রুপ ও মোহামেডানের পয়েন্ট ৯ করে। নেট রানে রেটে গাজী পাঁচে, মোহামেডান ছয়ে। রূপগঞ্জ টাইগার্সের পযেন্ট ৭।
সুপার লিগের লড়াইয়ে মোহামেডানের শামিল হওয়া ছিল অবাক হওয়ার মতই। কারণ প্রথম ছয় ম্যাচে মোহামেডান ছিল জয়হীন। সপ্তম ম্যাচ এসে তারা পায় প্রথম জয়। এরপর টানা তিন ম্যাচ জিতে তারা শামিল হয়েছে সুপার লিগের লড়াইয়ে।
মোহামেডানের খেলা বাকি আছে ঢাকা লিওপার্ডস ও শাইন পুকুরের সঙ্গে। দুই দলই আছে পয়েন্ট টেবিলের নিচে। প্রতিপক্ষ হিসেবে বেশ দূর্বলও। আবার সাকিব-মিরাজ-রনি এসে যোগ দেয়ার পর মোহামেডান অনেক শক্তিশালী হয়ে উঠেছে। তাই এই হিসেবে মোহামেডানের এই দুই ম্যাচে জয় পাওয়া অনেকটা সহজই। তখন মোহামেডানের পয়েন্ট হবে ১৩। একইভাবে গাজী গ্রুপের খেলা বাকি আছে ব্রাদার্স ইউনিয়স ও শাইন পুকুরের বিপক্ষে।
একইভাবে রূপগঞ্জ টাইগার্সে খেলবে সিটি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়সের বিপক্ষে।
গাজী তাদের ২ খেলায় জিতলে তাদের পয়েন্টও হবে ১৩। অপরদিকে রূপগঞ্জ টাইগার্স তাদের ২ খেলায় জিতলে পয়েন্ট জবে ১১। কিন্তু তখন তারা আর সুপার লিগে যেতে পারবে না। সে ক্ষেত্রে তাদের চেয়ে থাকতে হবে গাজী গ্রুপ ও মোহামেডানের খেলার ফলাফলের দিকে।
এমপি/এমএমএ/