গার্সিয়াকে ছাঁটাই, মরিনহোকে ১০০ মিলিয়নের প্রস্তাব
আল নাসের তাদের কোচ রুডি গার্সিয়ার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছে। প্রত্যাশিত সফলতা না পাওয়ায় কোচকে ছাঁটাই করেছে সৌদি ক্লাবটি।
বুধবার (১২ এপ্রিল) মার্কা জানিয়েছে এ তথ্য। একই দিনে এএস জানিয়েছে, গার্সিয়াকে বিদায় করে হোসে মরিনহোকে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব।
সৌদি প্রো লিগে সবশেষ আল হেইয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে নাসের। ২৩তম রাউন্ডের খেলা শেষে ৫৩ পয়েন্টে টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে রোনালদো নেতৃত্বাধীন দলটি। ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ।
মার্কার প্রতিবেদন মতে, সবশেষ ড্রয়ের পর ড্রেসিংরুমে শিষ্যদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোচের।
এ ছাড়া, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোনালদোদের মুন্ডুপাত করেন গার্সিয়া। তাতে ধৈর্যের বাধ ভেঙেছেন বোর্ড কর্তাদের, যারা তাৎক্ষণিক কোচ ছাঁটাইয়ে সিদ্ধান্ত নেন।
এএস তাদের প্রতিবেদনে বলেছে, রোনালদোর সঙ্গে সুসম্পর্ক না থাকার চড়ামূল্য দিয়েছেন ফরাসি কোচ গার্সিয়া। নতুন কোচ হিসেবে হোসে মরিনহোকে টার্গেট বানিয়েছে সৌদির ক্লাবটি। দুই মৌসুমের জন্য রোমার ডাগআউটে থাকা এই ব্যক্তিকে ১০০ মিলিয়নের প্রস্তাব দিয়েছে নাসের।
মরিনহো রোনালদোর ক্লাবের প্রস্তাব গ্রহণ করলে বিশে^র সবচেয়ে দামি কোচ বনে যাবেন। যদিও বিগত সময়ে তিনি বলেছেন যে আপাতত রোমার ডাগআউট ছাড়ার কোনো ইচ্ছে নেই তার।
এমএমএ/