প্রিমিয়ার ক্রিকেট লিগে রেলিগেশনের মঞ্চ ডাকছে কাদের!
জাতীয় দলের ক্রামগত সাফল্যোর মাঝেই শুরু হয়েছিল ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। জাতীয় দলের খেলা না থাকায় এখন খেলছেন প্রায় সব ক্রিকেটারই। লিগ্র জমে উঠেছে দারুণভাবে।
এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে শিরোপা লড়াইয়ে থাকছে কোন কোন দল। আর সুপার লিগে উঠছে কোন কোন দল। শুধু এই সমীকরণই নয়। আরও সমীকরণও আছে। আর সেই সমীকরণ হলো রেলিগেশন লিগ খেলবে কারা কারা আর এড়াতে পারবে কোন কোন দল।
আপাতত রেলিগেশন লিগে খেলার শঙ্কায় আছে পাঁচটি দল। তারা হলো ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব, অগ্রণী ব্যাংক, শাইন পুকুর ও ঢাকা লিওপার্ডস। পয়েন্ট টেবিলের নিচের দিকে তিনটি দল খেলবে রেলিগেশন লিগ।
প্রতিটি দলই ৯টি করে খেলা শেষ করেছে। এখানে সবচেয়ে নাজুক অবস্থায় নবাগত ঢাকা লিওপার্ডস। তাদের পয়েন্ট ৩। তাদের অবস্থান সবার নিচে। ৪ পয়েন্ট নিয়ে তাদের টিক উপরে আছে শাইন পুকুর। এরপর ৬ পয়েন্ট করে আছে বাকি ৩ দলের। নেট রেট রান রেটে অগ্রণী ব্যাংক দশে, সিটি ক্লাবে নয়ে ও ব্রাদাস ইউনিয়ন আটে।
নবম ম্যচে এসে ঢাকা লিওপার্ডস পেয়েছে প্রথম জয়। আর এই জয়ে পয়েন্ট টেবেল তাদের সবার নিচে থাকা অবস্থানের কোনও পরিবর্তন না হলেও রেলিগেশন লিগ এড়ানোর ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে। তাদের খেলা বাকি আছে ২টি। একটি মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ ও অপরটি মোহামেডানের সঙ্গে। রেলিগেশন লিগ এড়াতে হলে তাদের শুধু এই দুই ম্যাচ জয়ী হলেই চলবে না, সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর খেলার ফলাফলের দিকেও। সিটি ক্লাব. অগ্রণী ব্যাংক ও ব্রাদার্স যেকোনো একটি করে খেলায় জয়ী হলে লিওপার্ডসকে তখন রেলিশেন লিগ খেলতে হবে। কিন্তু এই তিন দলই যদি তাদের দুইটি করে ম্যাচেই হেরে যায়, তখন লিওপার্ডস রেলিগেশন লিগ এড়াতে পারবে।
ব্রাদার্স খেলবে গাজী গ্রুপ ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেটার্সের বিপক্ষে। সিটি ক্লাবের খেলা আছে রূপগঞ্জ টাইগার্স ও আবাহনীর সঙ্গে। অগ্রণী ব্যাংকের প্রতিপক্ষ আবাহনী ও প্রাইম ব্যাংক। তবে লিওপার্ডস শেষ দুই ম্যাচ জিতে রেলিগেশন লিগ এড়াতে না পারলেও তখন তাদের প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ে অনেক সুবিধা হবে। ৭ পয়েন্ট নিয়ে তারা রেলিগেশন লিগ শুরু করবে।
শাইন পুকুরের খেলা বাকি আছে মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বিপক্ষে। বাকি ২ ম্যাচ জিততে পারলে ঢাকা লিওপার্ডসের মতো তাদেরও রেলিগেশন লিগ এড়ানোর জন্য অন্য দলগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। যদি সিটি ক্লাব, অগ্রণী ব্যাংক ও ব্রাদার্স ইউনিয়ন তাদের পরবর্তী ২ ম্যাচেই হারে, তবে শাইন পুকুর রেলিগেশন লিগ এড়াতে পারবে সঙ্গে ঢাকা লিওপার্ডসও!
আগামীকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) থেকে শুরু হবে নতুন এই মেরুকরণের লড়াই।
এমপি/এমএমএ/