ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে মুশফিক-তাইজুল
মুশফিকুর রহিমের দাপুটে ব্যাটিং এবং তাইজুল ইসলামের ঘূর্ণিতে ভর করে আয়ারল্যান্ডকে একমাত্র টেস্টে হারিয়েছে বাংলাদেশ। ক্রিকেটের লংগার ভার্সনে দলের জয়ে অবদান রাখার উপহার পেলেন দুই টাইগার ক্রিকেটার। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠেছেন মুশফিক-তাইজুল।
চলতি মাসের শুরুতে মিরপুর টেস্টে ৭ উইকেটে জিতে বাংলাদেশ। শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিক হাঁকান সেঞ্চুরি। করেন ১২৬ রান। তাতে প্রথম ইনিংসে ৩৬৯ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসেও জ্বলে ওঠেন মুশফিক। অপরাজিত ৫১ রানের ইনিংসে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে।
সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হন মুশফিক। তার ওই পারফরম্যান্সের প্রভাব পড়েছে টেস্ট র্যাঙ্কিংয়েও। ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ উন্নতিতে ১৭ নাম্বারে অবস্থান করছেন এই অভিজ্ঞ কিপার-ব্যাটার। বোলারদের র্যাঙ্কিংয়ে তাইজুল উঠে এসেছেন সেরা বিশে। মিরপুর টেস্টে ৯ উইকেট শিকারে তিন ধাপ উন্নতি হয়েছে এই স্পিনারের।
দুই তালিকাতেই উন্নতি দেখেছেন সাকিব আল হাসান। আইরিশদের বিপক্ষে প্রথম ইনিংসে ৮৭ রানে থেমেছিলেন টাইগার অধিনায়ক। তাতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৩৮তম স্থানে অবস্থান করছেন তিনি। বোলিংয়ে ৩ উইকেটে শিকার করায় বোলারদের র্যাঙ্কিংয়ে তার তিন লাফ দিয়েছেন সাকিব। আছেন ২৬ নাম্বারে।
বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন ইবাদত হোসেন। তিনি ৬৭তম স্থানে উঠে এসেছেন। এগিয়েছেন ১৫ ধাপ। সতীর্থদের উন্নতির ভিড়ে অবনমন দেখেছেন মেহেদী হাসান মিরাজ। চার ধাপ পিছিয়ে সাকিবের সঙ্গে যৌথভাবে ২৬তম স্থানে আছেন টাইগার অলরাউন্ডার।
এমএমএ/