গোলমেশিন হালান্ডের আরেকটি কীর্তি
ইংল্যান্ডে আর্লিং হালান্ড তার প্রথম মৌসুমে রেকর্ড ভাঙা-গড়ার নেশায় মেতেছেন। মাঠে নামলেই গোল করা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। এরই সুফল পাচ্ছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি এবং হালান্ডও পেয়েছেন ‘গোলমেশিন’ তকমা, যিনি গড়েছেন আরও একটি কীর্তি।
মঙ্গলবার (১১ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগে শেষ আটের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দেয় ম্যানসিটি। দলের ৩-০ ব্যবধানে জয়ের রাতে শেষ গোলটি করেন হালান্ড। চলতি মৌসুমে ম্যানসিটির জার্সি গায়ে ৩৯তম ম্যাচ খেলতে নেমে ৪৫তম গোলের দেখা পেয়েছেন তিনি।
প্রিমিয়ার লিগের খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন হালান্ডের দখলে। ভেঙেছেন মোহাম্মদ সালাহ এবং রুড ভনের রেকর্ড। ২০১৭-১৮ মৌসুমে ৫২ ম্যাচে ৪৪ গোল করেছিলেন লিভারপুলের সালাহ।
২০০২-০৩ মৌসুমে ৪৪ গোল পেতে ৫৩ ম্যাচ খেলতে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের রুড ভনকে। একই ক্লাবের হয়ে ২০০৭-০৮ মৌসুমে ৪২ বার জালের দেখা পান ক্রিশ্চিয়ানো রোনালদো (৪৯ ম্যাচে)।
এসজি