শাইনপুকুরকে হারিয়ে লিওপার্ডসের প্রথম জয়
নিজেদের নবম ম্যাচে এসে প্রথম জয় পেয়ে রেলিগেশন লিগ এড়ানোর ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে নবাগত ঢাকা লিওপার্ডস। মঙ্গলবার (১১ এপ্রিল) তারা ৭৬ রানের বড় ব্যবধানেই হারিয়েছে শাইনপুকুরকে।
বিকেএসপির ৪ নাম্বার মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ঢাকা লিওপার্ডস ৫০ ওভারে ১০ উইকেটে ২২২ রান করে। জবাব দিতে নেমে শাইনপুকুর ৩৮.২ ওভারে ১৪৬ রান করে। ৯ ম্যাচে লিওপার্ডসের পয়েন্ট ৩, সমান ম্যাচে শাইনপুকুরের পয়েন্ট ৪। ১২ দলের মাঝে লিওপার্ডসের অবস্থান এখন ১২তম। শাইনপুকুরের ১১তম। এ ছাড়া ৬ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে আটে ব্রাদার্স, নয়ে সিটি ক্লাব ও দশম স্থানে আছে অগ্রণী ব্যাংক।
রেলিগেশন লিগ এড়াতে হলে ঢাকা লিওপার্ডসকে পরের ২ ম্যাচে জিততে তো হবেই, পাশাপাশি ব্রাদার্স, সিটি ক্লাব ও অগ্রণী ব্যাংকের ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। এই তিনটি দল তাদের বাকি ২ ম্যাচের যেকোনো একটিতে জয় পেলেই যেকোনো দুই দল রেলিগেশন লিগ এড়াতে পারবে।
ঢাকা লিওপার্ডসের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার রায়হান উদ্দিন। তিনি একাই শাইনপুকুরের ইনিংসের অর্ধেকেরও বেশি উইকেট তুলে নেন। ম্যাচসেরা এই বোলার ৭.২ ওভার বোলিং করে ৩০ রানে নেন ৬ উইকেট। শাইনপুকুরের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন গাজী মো. তাহজিবুল ইসলাম। এ ছাড়া অমিত হাসান ৩৪, সোবহাত শর্মা ২৩ রান করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ঢাকা লিওপার্ডস পিনাক ঘোষের ৬৬ ও সাব্বির হোসেন শিকদারের ৫৬ রানে ভর করে ২২২ রান সংগ্রহ করে। এ ছাড়া মঈন খান করেন ৩৪ রান। শাইনপুকুরের হয়ে ফরহাদ রেজা নেন ৪৭ রানে ৩ উইকেট। ২টি করে উইকেট নেন হাসান মুরাদ ও জিসান আলম।
এমপি/এসজি