শেখ জামালকে হারিয়ে সেমিফাইনালে আবাহনী
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধুঁকছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগ টেবিলে তাদের অবস্থান ৬ নাম্বারে। যেখানে দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী। ফেডারেশন কাপে দুই দলের লড়াই জমল দারুণ। কিন্তু শেষ রক্ষা হয়নি শেখ জামালের। তাদের হারিয়ে সেমিফাইনালে উঠেছে আবাহনী।
মঙ্গলবার (১১ এপ্রিল) গোপালগঞ্জে শেষ ফজলুল হক মনি স্টেডিয়ামে আকাশী-নীল জার্সিধারীরা জিতেছে ১-০ গোলে। ম্যাচে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল অগাস্তো।
কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়াইয়ে সুযোগ মিসের মহড়াও দেয় আবাহনী ও শেখ জামাল। অবশেষে ৮২ মিনিটে কাটে ম্যাচের গোলখরা। সতীর্থের কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেডে লক্ষ্যভেদ করেন আবাহনীর বিদেশি ফুটবলার অগাস্তো।
গোল শোধ দিতে আপ্রাণ চেষ্টা করেছিল মারুফুল হকের শিষ্যরা। রেফারির কাছে পেনাল্টির আবেদনও জানায় একবার। কিন্তু তাতে সাড়া মেলেনি। এতে শেষ বাঁশি বাজার পর ম্যাচ পরিচালককে ঘিরে ধরে শেখ জামালের খেলোয়াড়রা।
অপরদিকে জয়োল্লাসে মাতে মারিও লেমসের শিষ্যরা। সেমিতে তাদের প্রতিপক্ষ হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি অথবা শেখ রাসেল ক্রীড়া চক্র। আগামী ২ মে কোয়ার্টারের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
এসজি