প্রথমবার কলকাতার জার্সিতে অনুশীলনে লিটন
‘প্রথমবার কলকাতার জার্সিতে’, অফিসিয়াল টুইটার পেজে ঠিক এভাবে লিখেই লিটন দাসের অনুশীলনে ছবি প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
আইপিএলের ১৬তম সংস্করণে প্রথমবার দল পেয়েছেন লিটন। তাকে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে কিনেছে কেকেআর। তাদের শিবিরে যোগ দিতে গত রবিবার দেশ ত্যাগ করেন টাইগার ওপেনার। কলকাতায় পাড়ি জমানোর পর মঙ্গলবার প্রথম দিনের মতো অনুশীলন করেছেন টাইগার ওপেনার।
চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে কেকেআর, জিতেছে ২টি। প্রতি ম্যাচে দলের হয়ে ওপেন করেন আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। করেন যথাক্রমে ২২, ৫৭ ও ১৫ রান। অপরপ্রান্তে তিন ম্যাচে ওপেনিং করেন যথাক্রমে মনদ্বীপ সিং (২ রান), ভেঙ্কটেশ আইয়ার (৩) এবং এন জগদীসান (৬)।
যেহেতু ওপেনিংয়ে যোগ্য সঙ্গী এখনও পাননি গুরবাজ তাই একাদশে লিটনের সুযোগ পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। যদিও সুযোগ পেতে টাইগার ওপেনারকে টেক্কা দিতে হবে জেসন রয়কে। কেননা, সাকিব আল হাসানের পরিবর্তে এই ইংলিশ ওপেনারকে কিনেছে কেকেআর।
লিটনের দলের পরবর্তী ম্যাচ ১৪ এপ্রিল। ওই দিন ঘরের মাঠ ইডেন গার্ডেনে সানরাইজার্স হায়দরাবদের মুখোমুখি হবে শাহরুখ খানের দল।
এমএমএ/