ম্যানসিটির সামনে টুখেলের বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লিগে দুবারের চ্যাম্পিয়ন চেলসি। সবশেষ শিরোপা উল্লাস করেছে ২০২১ সালে। ওই বছর ফাইনালে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে হতাশ করেছিল থমাস টুখেলের চেলসি। এ যাত্রায় ম্যানসিটির সামনে টুখেলের বায়ার্ন মিউনিখ।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল।
ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ম্যানসিটি-বায়ার্ন ম্যাচ। গত সেপ্টেম্বরে চেলসির চাকুরি হারানোর পর এই প্রথম ইংল্যান্ডে ফিরবেন টুখেল। সবশেষ ১০ সাক্ষাতে গার্দিওলার দলকে ৩ বার হারিয়েছেন তিনি।
এবার নতুন পথচলায় ফের কঠিন পরীক্ষার সামনে টুখেল।
জুলিয়ান ন্যাগলসম্যানের অধীনে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ছন্দে ছিল বায়ার্ন।
গ্রুপপর্বে শতভাগ জয়ের পর শেষ ষোলোতে টপকে যায় পিএসজির বাধা। তবুও জার্মান জায়ান্টদের ডাগআউটে টিকতে পারেননি ন্যাগলসম্যান। কারণ বুন্দেসলিগায় চাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাতে ন্যাগলসম্যানের স্থলাভিষিক্ত হয়েছেন টুখেল।
নতুন ঠিকানায় শুরুর দিকেই ম্যানসিটিকে সামলাতে হবে জার্মান কোচকে। গ্রুপপর্বে বায়ার্নের মতো শতভাগ জয় ছিল না ম্যানসিটি, তবে অপরাজেয় ছিল তারা। এরপর শেষ ষোলোতে লিপজিগকে উড়িয়ে দেয় হেসেখেলে। বলাই যায়, সিটিজেনদের মাঠে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে টুখেলের বায়ার্নের জন্য।
এমএমএ/