লা লিগা জিততে ভালো অবস্থানে বার্সা: জাভি
আরও একটি ক্লিনশিট। সবমিলে টানা ২১ লিগ ম্যাচে বার্সেলোনা তাদের জাল অক্ষত রেখেছে। কিন্তু জেতা হয়নি সবগুলো ম্যাচ।
সোমবার (১০ এপ্রিল) রাতে তাদের সঙ্গে লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে জিরোনা। ক্যাম্প ন্যুতে ছেড়েছে গোলশূন্য ড্র নিয়ে। শিষ্যরা হোঁচট খেলেও আত্মবিশ্বাসী কোচ জাভি হার্নান্দেজ। তার মতে, লা লিগা জিততে ভালো অবস্থানে আছে বার্সা।
স্পেনে শীর্ষ লিগে ২৮তম রাউন্ডের খেলা শেষে টেবিলের চূড়ায় কাতালান ক্লাবটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে ১৩ পয়েন্ট। দুইয়ে রয়েছে কার্লো আনচেলত্তির দল। তাদের ঝুলিতে জমা পড়েছে ৫৯ পয়েন্ট।
জাভি বলেছেন, ‘আমার ভাবনায় এখন কেবল স্প্যানিশ লিগ। আমরা এখনো ভালো অবস্থানে আছি। আমরা ঘরের মাঠে ড্র নিয়ে সন্তুষ্ট হতে পারি না, কিন্তু এখনো ১৩ পয়েন্ট এগিয়ে আছি এবং ১০ রাউন্ড বাকি আছে। আমাদের এটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে হবে।’
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই ম্যাচ জয়হীন বার্সা। লিগে ড্র করার আগে মর্যাদার এল ক্লাসিকোকে বিধ্বস্ত হয় রিয়ালের কাছে। ওই হারে কোপা দেল রে থেকে ছিটকে যায় জাভির দল। ফাইনালে ওঠে তাদের চিরশত্রু। সেই হতাশা না কাটতেই ক্যাম্প ন্যুতে ধরাশায়ী হলো বার্সা। চলতি মৌসুমে তৃতীয় দল হিসেবে পয়েন্ট নিয়ে ক্যাম্প ন্যু ছেড়েছে জিরোনা।
এমএমএ/