ইংল্যান্ড সফরে দলছুট লিটন!
ফ্রাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে প্রায় সময়ই সাকিব আল হাসান দল ছুট হয়েছেন।
জাতীয় দলের সঙ্গে একত্রে সফরসঙ্গী হতে পারেননি। এমন কি খেলা মিছ করার ঘটনাও ঘটেছে। এবার সেখানে নাম লেখাতে যাচ্ছেন লিটন কুমার দাসও।
প্রথমবারের মতো তিনি আইপিএলে সুযোগ পেয়েছেন। খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। জাতীয় দলের খেলা শেষ করে তিনি ৯ এপ্রিল ভারত গিয়েছেন।
আবার ফিরে আইপিএল শেষ না করেই তাকে ফিরে আসতে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য।
কিন্তু আসলেও তিনি দলের সঙ্গে ইংল্যান্ড যেতে পারবনে না। সরাসরি ইংল্যান্ড গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মিরপুরে আজ এ কথা জানান।
লিটন ২ দিনের ছুটি বাড়িয়ে নিয়েছেন বলে জানান জালাল ইউনুস। আইপিএলে খেলার জন্য লিটনের ছুটি ছিল ২মে পর্যন্ত। পরে তিনি ২ দিনের ছুটি বাড়ানোর জন্য আবেদন করেন। সেই আবেদন বিসিবি পরে মঞ্জুর করে নেয়। যে কারণে তার দল ছুট হওয়া।
জালাল ইউনুস বলেন, ‘লিটন দুই দিন বেশি ছুটি চেয়েছে। সবাই ওইখানে (ইংল্যান্ডে) দুই তারিখে রিচ করার কথা।।
সম্ভবত লিটন ৫ তারিখে জয়েন করবে। সেটাতে আমরা রাজি হয়েছি। লিটন পরে যোগ দিলেও মোস্তাফিজ যথাসময়ে দলে যোগ দিবে বলেও জানান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘মুস্তাফিজ সেখানে রাইট টাইমে রিপোর্ট করবে।’
এমপি/এমএমএ/