জয়ে ফিরে সুপার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ
লিগের শুরু থেকে টানা ছয় জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষের দিকেই ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু পরের দুই রাউন্ডে হেরে তারা পিছিয়ে পড়ে।
বিলম্বিত হয় সুপার লিগ নিশ্চিত করা। নবম রাউন্ডে এসে তারা আবার জয়ে ফিরেছে। আর জয়ে ফিরেই তৃতীয় দল হিসেবে নিশ্চিত করেছে সুপার লিগ।
সুপার লিগ নিশ্চিত করা ম্যাচে মাশরাফি দল লিজেন্ডস অব রূপগঞ্জ ৫ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংককে। প্রাইম ব্যাংকও শুরু করেছিল লিজেন্ডস অব রূপগঞ্জের মতো। শুরুতে তারা নেট রান রেটে পয়েন্ট টেবিলের শীর্ষিই ছিল। কিন্তু ৩ ম্যাচে হেরে তারা এখনো সুপার লিগ নিশ্চিত করতে পারেনি। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট লিজেন্ডস অব রূপগঞ্জের। প্রাইম ব্যাংকের পয়েন্ট সমান ম্যাচে ১২।
বিকেএসপির ৪ নম্বার মাঠে টস হেরে ব্যাট করতে নেমে মাশরাফির বাহিনীর বোলারদের তোপে পড়ে প্রাইম ব্যাংক ৩৬.২ ওভারে ১২৮ রান করে অলআউট হয়ে যায়। রূপগঞ্জ সেই রান অতিক্রম করে ২৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান করে।
বোলারদের দাপটে ভরা ম্যাচে ১০০ ওভারের খেলা শেষ হয়ে যায় ৬১ ওভারে। টস হেরে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংক ক্লাবের হয়ে আজ তামিম ইকবাল খেলেননি।, কিন্তু ৎমুশফিকুর রহিম ঠিকই খেলেছেন। কিন্তু তার ব্যাট হাসেনি।
প্রাইম ব্যাংকও বড় সংগ্রহ পায়নি। ৫ রান করে তিনি আউট হন। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান আসে নাসির হোসেনের ব্যাট থেকে। ২৮ রান করেন ইয়াসির আলী। আব্দুল হালিম ৩৪ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন মাশরাফি ও সোহাগ গাজী।
ছোট টার্গেটের পেছনে ছুটে জয় পেতে লিজেন্ডস অব রূপগঞ্জকে খুব বেশি বেড় পেতে হয়নি। ফারদিন হোসেন ৪৭ ও ইরফান শুক্কুর ৩৪ রান করেন। এ ছাড়া পারভেজ হোসেন ইমন করেন ২১ রান। ২টি করে উইকেট নেন শেখ মাহাদি হাসান ও রেজাউর রহমান রাজা। ম্যাচ সেরা হন আব্দুল হালিম।
এমপি/এমএমএ/